সেনাবাহিনীর আধুনিকায়ন শুরু হয়েছে !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, November 25, 2014

সেনাবাহিনীর আধুনিকায়ন শুরু হয়েছে !!!!!


রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বলেছেন, ‘বর্তমান সরকারের ‘রূপকল্প ২০২১’-এর আলোকে বাংলাদেশ সেনাবাহিনীর ‘ফোর্সেস গোল ২০৩০’ চূড়ান্তকরণ ও পর্যায়ক্রমে বাস্তবায়নের প্রক্রিয়া চলছে।’

মঙ্গলবার সকালে যশোর ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর সিগন্যাল কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন ও ৫ম কোর পুনর্মিলনী কুচকাওয়াজে প্রধান অতিথির ভাষণে রাষ্ট্রপতি এ কথা বলেন।

আবদুল হামিদ বলেন, ‘ফোর্সেস গোল ২০৩০ এর আলোকে সেনাবাহিনীর সাংগঠনিক কাঠামো বিন্যাস ও পরিবর্তনের পাশাপাশি সেনাবাহিনীকে আধুনিকায়নের প্রক্রিয়া বর্তমান সরকারের সময়ই শুরু হয়েছে। পেশাগত দক্ষতা বাড়াতে শুরু হয়েছে নতুন ধারার তথ্যপ্রযুক্তির ব্যবহার, প্রশিক্ষণ ও বেসামরিক শিক্ষা কার্যক্রম। সেনা সদস্যদের চাকরির বয়স সীমা, পদমর্যাদা ও পদোন্নতির সুযোগও বৃদ্ধি করা হয়েছে। এসব কার্যক্রম সেনাবাহিনীর আধুনিকায়নে সহায়তা করবে।’

সকালে যশোর সেনানিবাসের সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, সংসদ সদস্য উপস্থিত ছিলেন।

কুচকাওয়াজ শেষে রাষ্ট্রপতি, সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া, সেনাবাহিনীর ঊর্ধতন কর্মকর্তা, প্যারেড কমান্ডার ও প্যারেডে অংশগ্রহণকারীদের সঙ্গে ফটোসেশন অংশ নেন।
পরে রাষ্ট্রপতি যশোর সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুল সংলগ্ন স্মৃতিসৌধ ‘অমর প্রাণ’-এ পুষ্পস্তবক অর্পণ করেন ও মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ। 

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here