সূচক ও লেনদেনের উত্থান-পতনের মধ্য দিয়ে দেশের পুঁজিবাজারে আরো একটি সপ্তাহ শেষ হয়েছে। সপ্তাহ ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ৬৫ দশমিক ৯৪ শতাংশ বেড়েছে।
বিশ্লেষণে দেখা গেছে, চলতি সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৮৫২ কোটি ১৬ লাখ ২১ হাজার ৩৫৮ টাকা। আগের সপ্তাহে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ১১৬ কোটি ১৬ লাখ ১২ হাজার ৪৩২ টাকা।
এর মধ্যে ‘এ’ ক্যাটাগরির শেয়ারে লেনদেন হয়েছে ৮৭ দশমিক ৫৩ শতাংশ। চলতি সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির শেয়ারে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৬২১ কোটি ২৬ লাখ ৩৫ হাজার ৩৫৮ টাকা। আগের সপ্তাহে যার পরিমাণ ছিল ৮৯৮ কোটি ৭৩ লাখ ৩৯ হাজার ৪৩২ টাকা। ‘বি’ ক্যাটাগরির শেয়ারের লেনদেন হয়েছে ৩ দশমিক শূন্য ১ শতাংশ। চলতি সপ্তাহের এসব শেয়ারের লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫৫ কোটি ৮৩ লাখ ৮৭ হাজার টাকা।
আগের সপ্তাহে যার পরিমাণ ছিল ৩৫ কোটি ৯৪ লাখ ২৪ হাজার টাকা। ‘এন’ ক্যাটাগরির শেয়ার লেনদেন হয়েছে ৫ দশমিক ৭৬ শতাংশ। চলতি সপ্তাহের এসব শেয়ারের লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১০৬ কোটি ৭৫ লাখ ৪৭ হাজার টাকা। আগের সপ্তাহে যার পরিমাণ ছিল ৯৮ কোটি ৭৪ লাখ ৫৭ হাজার টাকা। ‘জেড’ ক্যাটাগরির শেয়ার লেনদেন হয়েছে ৩ দশমিক ৬৯ শতাংশ। এসব শেয়ার চলতি সপ্তাহে লেনদেন হয়েছে ৬৮ কোটি ৩০ লাখ ৫২ হাজার টাকা। আগের সপ্তাহে লেনদেনের পরিমাণ ছিল ৮২ কোটি ৭৩ লাখ ৯২ হাজার টাকা।
এদিকে ডিএসইতে চলতি সপ্তাহে ৩১৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১২৪ টির, কমেছে ১৬৮টির এবং অপরিবর্তিত আছে ২৩টি কোম্পানির শেয়ার দর। আগের সপ্তাহে লেনদেন হওয়া ৩১৭টি কোম্পানির মধ্যে বেড়েছে ১৪৩টির, কমেছে ১৪২টির এবং অপরিবর্তিত ছিল ২৮টি কোম্পানির শেয়ার দর।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment