আকর্ষণ সৃষ্টি করুন শাড়িতে !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, February 1, 2015

আকর্ষণ সৃষ্টি করুন শাড়িতে !!!!!



বেশিরভাগ সময় শাড়ি পরার ধরনে লুকিয়ে যায় আপনার আসল সৌন্দর্য। তাই ভাবছেন শাড়িতে আপনি বড়ই বেমানান। অথচ শাড়িতে আপনাকে স্লিম নাকি মোটা লাগবে তা সম্পূর্ণই নির্ভর করবে পরার কৌশলের ওপর। উপযুক্ত কৌশল অবলম্বন করতে পারলে শাড়ির সৌন্দর্য ছাপিয়ে আপনার সৌন্দর্যই বেড়ে যাবে কয়েক গুণ। আজ জেনে নেব, কেমন শাড়ি আপনার গড়নে বাড়তি আকর্ষণ সৃষ্টি করবে।

শাড়ির পাড়
যাদের উচ্চতা কম, তাদের মোটা পাড়ের শাড়ি এড়িয়ে চলা উচিৎ। একটু মোটাসোটা বা খাটো নারীদের চিকন পাড় বা পাড়বিহীন শাড়ি পরাই ভালো হবে। পাড়বিহীন শাড়িতে বেশি খাটো বা মোটা লাগবে না।

শাড়ির প্রিন্ট
হালকা এবং ছোট ছোট নকশা প্রিন্ট করা শাড়ি নির্বাচন করুন। যারা বেশি স্লিম তারা বড় মাপের প্রিন্ট পরলে বেশ স্বাস্থ্যবতী মনে হবে। আর যারা একটু মোটা তারা অবশ্যই বিপরীত দিক চিন্তা করবেন। শাড়ির ছোট প্রিন্টই তাদের জন্য উপযুক্ত হবে।

ব্লাউজের হাতা
আধুনিকতার ছোঁয়া দিতে হাতাবিহীন ব্লাউজ পরতে পারেন। যারা একটু স্থুলকায় তারা অবশ্যই বড় হাতার ব্লাউজ বেছে নেবেন। কিন্তু স্লিম ফিগারে ছোট হাতা বেশ মানিয়ে যায়।

পরার ধরন
একটু আঁটোসাঁটো করে কাপড়ের পিন দিয়ে শাড়িটি দেহে জড়িয়ে নিন। আপনাকে অনেক স্লিম দেখাবে। আপনার উচ্চতাও বেশি মনে হবে। পরনে যত বেশি এলোমেলো ভাঁজ থাকবে, আপনাকে তত বেশি মোটা দেখাবে। তাই ভাঁজ কমিয়ে জড়িয়ে নিন।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here