কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে যে ১৬টি শর্টকাট কি-বোর্ড অবশ্যই জানা উচিত !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, March 21, 2015

কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে যে ১৬টি শর্টকাট কি-বোর্ড অবশ্যই জানা উচিত !!!!!


আমরা সাধারণত কি-বোর্ড দিয়ে লিখি। তবে অনেক কাজে ব্যবহার করি মাউস। কিন্তু সময় বাঁচাতে কি-বোর্ড শর্টকাটের বিকল্প নেই। আমরা জানি না। তাই ব্যবহার করি না। আসুন জেনে নিই কিছু কি-বোর্ড শর্টকাট।

১) Ctrl+F : ডকুমেন্ট বা ওয়েব পেজে কোনো কিছু খুঁজতে ব্যবহার করতে পারেন এ শর্টকাট। দেখুন না কত সহজে খুঁজে বের করা যায় প্রয়োজনীয় তথ্য। এক সমীক্ষায় দেখা গেছে ৯০ শতাংশ ব্যববহারকারীই এ শর্টকাট কখনো ব্যবহার করেননি। আপনিও কি তাদের দলে?
২) Ctrl+Tab : ব্রাউজারে ওপেন করা ট্যাবগুলোতে একের পর এক যেতে ব্যবহার করতে পারেন এ শর্টকাট।
৩) Ctrl+Shift+Tab : ব্রাউজারে ওপেন করা ট্যাবগুলো বিপরীতমুখী ভ্রমণে ব্যবহার করতে পারেন এই শর্টকাট।
৪) Alt+Tab : ব্রাউজার থেকে ট্যাবসম্পন্ন কোনো অ্যাপ্লিকেশনে যেতে অথবা পুনরায় ব্রাউজারে যেতে ব্যবহৃত হয় এই শর্টকাট।
৫) Ctrl+T : ব্রাউজারের একই উইন্ডোতে নতুন ট্যাব খুলতে ব্যবহার করা যাবে এ শর্টকাট।
৬) Ctrl+N : ব্রাউজারের আলাদা উইন্ডো খুলতে এ শর্টকাট ব্যবহৃত হয়।
৭) Ctrl+L : চলমান ট্যাবের অ্যাড্রেসবারে লিখতে এ শর্টকাটটি ব্যবহার করতে পারেন।
৮) Ctrl+W : চলমান ট্যাবটি বন্ধ করতে ব্যবহার করতে পারেন শর্টকাটটি।
৯) Ctrl+C : কোনো কিছু কপি করতে ব্যবহার করুন শর্টকাটটি।
১০) Ctrl+X : কোনো কিছু কাট করতে ব্যবহার করুন শর্টকাটটি।
১১) Ctrl+V : কপি বা কাটের পর পেস্ট করতে ব্যবহৃত হয় এ শর্টকাট।
১২) Ctrl+Z : সর্বশেষ পরিবর্তনটি আনডু করতে চাইলে ব্যবহার করতে পারে এই শর্টকাটটি।
১৩) Ctrl+A : ডকুমেন্ট বা ওয়েবপেজের সব কিছু সেলেক্ট করতে ব্যবহৃত হয় এ শর্টকাট।
১৪) Ctrl+S : কোনো কিছু সেভ করতে ব্যবহার করুন এ শর্টকাট।
১৫) Shift+Ctrl+Right : কোনো শব্দের প্রথমে কার্সর রেখে এ শর্টকাট ব্যবহার করে সংশ্লিষ্ট শব্দটি সেলেক্ট করা যায়।
১৬) Ctrl+Right : পরবর্তী শব্দের শুরুতে কার্সর নিতে এ শর্টকাট ব্যবহার করা যায়। এগুলো ছাড়া আরো অনেক কিবোর্ড শর্টকাট আছে। তাছাড়া সফটওয়ার ব্যবহার করে আপনি নিজেও বানিয়ে নিতে পারবেন আরো শর্টকাট। তাহলে শর্টকাট ব্যবহার করুন। আর সময় বাঁচিয়ে করুন আরো অনেক কাজ।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
আমরা সাধারণত কি-বোর্ড দিয়ে লিখি। তবে অনেক কাজে ব্যবহার করি মাউস। কিন্তু সময় বাঁচাতে কি-বোর্ড শর্টকাটের বিকল্প নেই। আমরা জানি না। তাই ব্যবহার করি না। আসুন জেনে নিই কিছু কি-বোর্ড শর্টকাট।
১) Ctrl+F : ডকুমেন্ট বা ওয়েব পেজে কোনো কিছু খুঁজতে ব্যবহার করতে পারেন এ শর্টকাট। দেখুন না কত সহজে খুঁজে বের করা যায় প্রয়োজনীয় তথ্য। এক সমীক্ষায় দেখা গেছে ৯০ শতাংশ ব্যববহারকারীই এ শর্টকাট কখনো ব্যবহার করেননি। আপনিও কি তাদের দলে?
২) Ctrl+Tab : ব্রাউজারে ওপেন করা ট্যাবগুলোতে একের পর এক যেতে ব্যবহার করতে পারেন এ শর্টকাট।
৩) Ctrl+Shift+Tab : ব্রাউজারে ওপেন করা ট্যাবগুলো বিপরীতমুখী ভ্রমণে ব্যবহার করতে পারেন এই শর্টকাট।
৪) Alt+Tab : ব্রাউজার থেকে ট্যাবসম্পন্ন কোনো অ্যাপ্লিকেশনে যেতে অথবা পুনরায় ব্রাউজারে যেতে ব্যবহৃত হয় এই শর্টকাট।
৫) Ctrl+T : ব্রাউজারের একই উইন্ডোতে নতুন ট্যাব খুলতে ব্যবহার করা যাবে এ শর্টকাট।
৬) Ctrl+N : ব্রাউজারের আলাদা উইন্ডো খুলতে এ শর্টকাট ব্যবহৃত হয়।
৭) Ctrl+L : চলমান ট্যাবের অ্যাড্রেসবারে লিখতে এ শর্টকাটটি ব্যবহার করতে পারেন।
৮) Ctrl+W : চলমান ট্যাবটি বন্ধ করতে ব্যবহার করতে পারেন শর্টকাটটি।
৯) Ctrl+C : কোনো কিছু কপি করতে ব্যবহার করুন শর্টকাটটি।
১০) Ctrl+X : কোনো কিছু কাট করতে ব্যবহার করুন শর্টকাটটি।
১১) Ctrl+V : কপি বা কাটের পর পেস্ট করতে ব্যবহৃত হয় এ শর্টকাট।
১২) Ctrl+Z : সর্বশেষ পরিবর্তনটি আনডু করতে চাইলে ব্যবহার করতে পারে এই শর্টকাটটি।
১৩) Ctrl+A : ডকুমেন্ট বা ওয়েবপেজের সব কিছু সেলেক্ট করতে ব্যবহৃত হয় এ শর্টকাট।
১৪) Ctrl+S : কোনো কিছু সেভ করতে ব্যবহার করুন এ শর্টকাট।
১৫) Shift+Ctrl+Right : কোনো শব্দের প্রথমে কার্সর রেখে এ শর্টকাট ব্যবহার করে সংশ্লিষ্ট শব্দটি সেলেক্ট করা যায়।
১৬) Ctrl+Right : পরবর্তী শব্দের শুরুতে কার্সর নিতে এ শর্টকাট ব্যবহার করা যায়। এগুলো ছাড়া আরো অনেক কিবোর্ড শর্টকাট আছে। তাছাড়া সফটওয়ার ব্যবহার করে আপনি নিজেও বানিয়ে নিতে পারবেন আরো শর্টকাট। তাহলে শর্টকাট ব্যবহার করুন। আর সময় বাঁচিয়ে করুন আরো অনেক কাজ।
- See more at: http://www.bd24live.com/bangla/article/32344/index.html#sthash.2gwti0iE.dpuf

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here