ছোটপর্দার বদৌলতে মৌসুমী হামিদকে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার প্রয়োজন নেই। তবে শুরু থেকেই বড়পর্দার প্রতি তার ঝোঁক ছিল। তাই যখনই সুযোগ এসে ধরা দিলো, তখনই তা লুফে নিলেন। কিন্তু নানা জটিলতায় মৌসুমী অভিনীত কোন ছবিই এখন পর্যন্ত মুক্তি পায়নি। আশার কথা হলো, এই অভিনেত্রী সম্প্রতি ‘ব্ল্যাকমেইল’ নামে একটি ছবির শুটিং শেষ করেছেন। আগামী ১৪ আগস্ট ছবিটির মুক্তির দিন ধার্য করা হয়েছে।
গেল ১০ মার্চ সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে অনন্য মামুন পরিচালিত ‘ব্ল্যাকমেইল’ ছবিটি। কিন্তু বোর্ড সদস্যদের আপত্তির কারণে ছবির কিছু অংশ সংশোধন করে তবেই ছাড়পত্র মিলেছে। ছবিতে মৌসুমী হামিদ ছাড়াও অভিনয় করেছেন আনিসুররহমানমিলন, ববি, মিশা সওদাগরসহ অনেকে।
এদিকে অনিমেষ আইচের ‘না মানুষ’ চলচ্চিত্রের মাধ্যমে প্রথমবারের মতো চলচ্চিত্রের ক্যামেরার সামনে দাঁড়ান মৌসুমী হামিদ। একে একে প্রশান্ত অধিকারীর ‘হাডসনের বন্দুক’, আবু শাহেদ ইমনের ‘জালালের পিতাগণ’, সাফি উদ্দিন সাফির ‘ব্ল্যাকমানি’ ছবিতে অভিনয় করেছেন তিনি। এছাড়া শামিম আহমেদ রনি পরিচালিত ‘মেন্টাল’ ছবিতে একটি আইটেম গানেও পারর্ফম করেছেন মৌসুমী। কিন্তু সবগুলো ছবিই মুক্তির প্রহর গুণছে।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment