ভারতের শিলংয়ের একটি মানসিক হাসপাতালে চিকিৎসাধীন প্রায় দুই মাস ধরে নিখোঁজ থাকা বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ। এখন তার কাছে যেতে চান স্ত্রী হাসিনা আহমেদ।
মঙ্গলবার দুপুরে হাসিনা আহমেদ গুলশানে তার বাসায় সংবাদ সম্মেলন করে এ কথা জানান।
তিনি জানান, হাসপাতাল কর্তৃপক্ষ ফোন করে সালাহ উদ্দিন আহমেদের সঙ্গে কথা বলার সুযোগ করে দিয়েছে।
এসময় সালাহ উদ্দিন আহমেদ তার স্ত্রীকে ফোনে বলেছেন, ‘আমি বেঁচে আছি, সকলের দোয়ায় ভালো আছি।’
তাই স্বামী সালাহ উদ্দিনের পাশে থাকার জন্য শিগগিরই শিলং যেতে সরকারের সহযোগিতা চেয়েছেন হাসিনা আহমেদ।
যার সঙ্গে কথা হয়েছে তিনি সালাহউদ্দিন আহমেদ কি না এমন প্রশ্নের জবাবে হাসিনা আহমেদ বলেন, ‘আমার স্বামীর কণ্ঠ আমি চিনবো না? আমি তার সঙ্গেই কথা বলেছি।’
দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘ঘটনার পর থেকে দেশবাসী আমাদের পরিবারের সঙ্গে ছিল। আমাদের সাহস যুগিয়েছে তারাই। আমরা দেশবাসির কাছে কৃতজ্ঞ।’
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment