বরিশাল বোর্ডে পাসের হার ৮৪.৩৭, মেয়েরা এগিয়ে !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, May 30, 2015

বরিশাল বোর্ডে পাসের হার ৮৪.৩৭, মেয়েরা এগিয়ে !!!!!


এসএসসিতে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে পাসের হার ৮৪ দশমিক ৩৭ ভাগ। জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ১৭১ জন শিক্ষার্থী। ঘোষিত ফলাফলে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছেন।

শনিবার (৩০ মে) সকাল সাড়ে ১০টায় ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ শাহ্ আলমগীর।

তিনি জানান, এবছর পরীক্ষায় অংশ নিয়েছিলো ৭০ হাজার ৪৫৬ জন। এরমধ্যে ছাত্র ৩৫ হাজার ২২৭ জন এবং ছাত্রী ছিলো ৩৫ হাজার ২২৯ জন। এদের মধ্যে পাস করেছে ৫৯ হাজার ৪৪৬ জন। যার মধ্যে ছাত্র ২৯ হাজার ৫৫৭ জন। ছাত্রী পাস করেছে ২৯ হাজার ৮৮৯ জন।

এবার এ শিক্ষা বোর্ডে ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। গত বছর এ বোর্ডের পাসের হার ছিলো ৯০.৬৬ ভাগ।

গত বছরের চেয়ে এ বছরে পাসের হার কমেছে ৬ দশমিক ২৯ ভাগ এবং জিপিএ ৫ কমেছে ১ হাজার ৫৯১টি।

এ বিষয়ে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ শাহ্ আলমগীর জানান, গণিতে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা হওয়ায় সেখানে ৯ দশমিক ৬ ভাগ পাসের হার কমেছে।

আবার হরতাল অবরোধের কারণে শুক্র ও শনিবার পরীক্ষা নিতে হয়েছে। সময় লেঘেছে ১৩ দিন বেশি। পরীক্ষার্থীদের মনস্তাত্মিক প্রভাব ও পরিবেশগত ঝুঁকির কারণে পরীক্ষায় কিছুটা প্রভাব পড়েছে। এরফলে ফলাফলের কিছুটা অবণতি ঘটলেও আগামীতে আরো ভালো ফলাফল আশা করেন তিনি।

এদিকে বরিশাল শিক্ষাবোর্ডের কোনো বিদ্যালয়ে পাসের হার শূন্য নেই।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ। 

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here