মাদারীপুর সদরে মুখোমুখি আ. লীগ ও বিদ্রোহীরা !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, March 30, 2016

মাদারীপুর সদরে মুখোমুখি আ. লীগ ও বিদ্রোহীরা !!!!!


দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে শেষ মুহূর্তে মাদারীপুর সদর উপজেলার ১৫টি ইউয়িননে সরব হয়ে উঠেছেন প্রার্থী ও ভোটাররা। তবে অধিকাংশ ইউনিয়নে আওয়ামী লীগ ও দলটির বিদ্রোহী প্রার্থীরা মুখোমুখি অবস্থান নেওয়ায় দেখা দিয়েছে উত্তেজনা। বাড়ছে উদ্বেগ ও উৎকণ্ঠা।

এরই মাঝে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। প্রার্থীদের সঙ্গে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি ভোটারদেরও। নির্বাচন কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তাদের দাবি সুষ্ঠু নির্বাচন করতে তাঁরা বদ্ধপরিকর।

জানা গেছে, ৩১ মার্চ শুরু হতে যাচ্ছে দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন। তাই এ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর সদর উপজেলার ১৫টি ইউনিয়নে প্রার্থীরা দিন-রাত চষে বেড়াচ্ছেন পাড়া-মহল্লা আর অলিগলিতে। এরই মধ্যে শিরখাড়া ও ঝাউদি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। বাকি ১৩ ইউনিয়নে বিএনপি প্রার্থী রয়েছেন মাত্র ছয়টিতে।

তবে এসব ইউনিয়নে বিএনপি প্রার্থীদের চেয়েও আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের কাছে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন একই দলের বিদ্রোহী প্রার্থীরা। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে উত্তপ্ত হয়ে উঠেছে পরিবেশ। ঘটছে হামলা, মামলার ঘটনা। অনেক ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে সব মনোনয়ন প্রত্যাশীরা এক হয়ে বিদ্রোহী প্রার্থীকে সমর্থন দিয়েছেন। ফলে উত্তেজনা বেড়েই চলেছে। আক্রান্ত হচ্ছেন আওয়ামী লীগ প্রার্থীসহ বিদ্রোহী প্রার্থীরাও। এর মাঝেই চলছে বিরামহীন প্রচার।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ১৩, একই দলের বিদ্রোহী ১৩, বিএনপির ছয় প্রার্থী রয়েছেন। ১৫টি ইউপিতে সংরক্ষিত মহিলা আসনে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১৩ জন আর সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছে ৩৮৮ জন। ১৩৮টি ভোটকেন্দ্রে দুই লাখ সাত হাজার ৯৯৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী হলেও সুষ্ঠু নির্বাচন দাবি করেছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ তৌফিক আকনসহ বেশ কজন।

অন্যদিকে হুমকিসহ নানা অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী মো. আবুবকর মাতুব্বরসহ কয়েকজন। তাদের দাবি, ক্ষমতাকে পুঁজি করে নির্বাচনের ফলাফল কারচুপি করবে ক্ষমতাসীনরা।

উপজেলার প্রতিটি ইউনিয়নে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান মাদারীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা বিকাশ চন্দ্র দে।

আইনশৃঙ্খলা রক্ষায় সমন্বিত ব্যবস্থা নেওয়ার কথা জানান মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ।

সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ। 

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here