সাবেক সচিব কাজী রিয়াজুল হককে জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি ড. মিজানুর রহমানের স্থলাভিসিক্ত হলেন।
মঙ্গলবার (২ আগস্ট) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম এ নিয়োগের বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, সাবেক সচিব কাজী রিয়াজুল হককে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছে। এ বিষয়ে আইন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment