মাদারীপুরে ইউপি সদস্য নিহতের ঘটনায় মেয়র ও ওসিসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, October 7, 2018

মাদারীপুরে ইউপি সদস্য নিহতের ঘটনায় মেয়র ও ওসিসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা

মাদারীপুরের কালকিনি উপজেলায় আধিপত্য বিস্তারের সংঘর্ষে ইউপি সদস্য খবির মৃধা নিহতের ঘটনায় দুই পুলিশ কর্মকর্তা ও এক পৌর মেয়রসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। নিহতের বাবা নুরু মৃধা (৭০) বাদী হয়ে কালকিনি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রবিবার এ মামলা দায়ের করেন।
স্থানীয় দুই দলের সংঘর্ষের মধ্যে কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য খবির গত বৃহস্পতিবার নিহত হন। এ ঘটনায় আহত হন আরও অন্তত ১০ জন।
এ ঘটনায় নিহত ইউপি সদস্য খবির মৃধার পিতা নুরু মিয়া বাদী হয়ে আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন- কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা, কালকিনি পৌর মেয়র এনায়েত হোসেন, বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন, হানিফ বেপারী, মশিউর রহমান রাজন, বাবু বেপারী, মুকুল বেপারী, আলী সরদার, বাদল তালুকদার, লাটু বেপারী, ওসমান বেপারী, খলিল ঘরামী, নাছির ঘরামী, গিয়াস উদ্দিন ফকির, খবির সরদার, সাঈদুল আকন, ফরিদ আকন, কুদ্দুস মাতুব্বর, মিরাজ ফকির, মালেক বেপারী, মিলন বেপারী, মজিবর ফকির, আকরাম হোসেনসহ ২৩ জনকে এ মামলায় আসামি করা হয়েছে বলে আসামি পক্ষের আইনজীবী মো. সেলিম মিয়া জানান।
মামলার এজাহারে বলা হয়, কালকিনি থানার ওসি কৃপাসিন্দু বালা, পৌর মেয়র এনায়েত হোসেন ও খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আকরাম হোসেনের হুকুমে বোমা মেরে খবিরকে হত্যা করা হয়।
আইনজীবী সেলিম মিয়া বলেন, মামলাটি ৩০২/৩৪ দণ্ডবিধিসহ বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে এজাহার হিসেবে নথিভুক্ত করতে সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দিয়েছে।
অপর দিকে একই ঘটনায় নিহত মো. খবির মৃধার তালোই সিডু আকন বাদী হয়ে সায়েম খন্দকারসহ ১৫ জনকে আসামি করে কালকিনি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সংঘর্ষ চলাকালীন সময় উভয় পক্ষ বোমা বিস্ফোরনের ঘটনা ঘটায়। এ সময় সায়েম খন্দকার নামের এক যুবক ইউপি সদস্য খবির মৃধাকে লক্ষ করে একটি বোমা নিক্ষেপ করেন। ওই বোমা বিস্ফোরিত হয়ে ইউপি সদস্য খবির মৃধা ঘটনাস্থলেই নিহত হন বলে মামলায় উল্লেখ করা হয়। 
এ ব্যাপারে কালকিনি থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, ইউপি সদস্য নিহতের ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এ ব্যাপারে মাদারীপুর জেলার পুলিশ সুপার সুব্রত কুমার হালদার জানান, ইউপি সদস্য খবির মৃধা নিহতের ঘটনায় থানায় মামলা হয়েছে। আবার কোর্টে একটি মামলা হয়েছে শুনেছি। এখনও আদালতে করা মামলার কপি পাই নি। পেলে আদালতের নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here