বিশ্ব ইজতেমায় সোম ও মঙ্গলবার বয়ান করবেন যারা - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, February 18, 2019

বিশ্ব ইজতেমায় সোম ও মঙ্গলবার বয়ান করবেন যারা

টঙ্গীর তুরাগ তীরে ১৭ ফেব্রুয়ারি ২০১৯ থেকে শুরু হয়েছে বিশ্ব ইজতেমা দ্বিতীয় পর্ব। এ পর্বের দ্বিতীয় দিন সোমবার ও আখেরি মোনাজাতের দিন ময়দানের বয়ান নিয়ে গতকাল রাত ১০টায় নিজামুদ্দিন মারকাজের মুরব্বি ও চলতি ইজতেমার জিম্মাদার মাওলানা শামীম আহমদ-এর জিম্মাদারিতে মাশোয়ারা হয়েছে।
মাশোয়ারায় সোম ও মঙ্গলবারের বিভিন্ন বয়ানের ব্যাপারে ফয়সালা হয়েছে। আর তাহলো-
১৮ ফেব্রুয়ারি ২০১৯ রোজ সোমবার

- বাদ ফজর বয়ান: মাওলানা মুরসালিন, নিজামুদ্দিন মারকাজ।
অনুবাদক : মাওলানা আবদুল্লাহ মনসুর কাসেমি।

- তালিমের মুয়াল্লীমদের উদ্দেশ্যে বয়ান: সকাল সাড়ে ৯টায় মুফতি রিয়াছত আলী, নিজামুদ্দিন মারকাজ।
- প্রতি খিত্তায় তালিম : সকাল ১০টায় শুরু হবে।

- বাদ জোহর বয়ান : মুফতি শাহজাদ, নিজামুদ্দিন মারকাজ।
অনুবাদক : মাওলানা মনির বিন ইউসুফ।

- বাদ আছর বয়ান : সৈয়দ ওয়াসিফুল ইসলাম, আহলে শুরা, বাংলাদেশ।

- বাদ মাগরিব বয়ান : মাওলানা শওকত, নিজামুদ্দিন মারকাজ।
অনুবাদক : মাওলানা মুফতী জিয়া বিন কাসেম।

১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

- বাদ ফজর বয়ান : ইকবাল হাফিজ, নিজামুদ্দিন মারকাজ।
অনুবাদক : মুফতি উসাম ইসলাম।

- বয়ান, হেদায়েতের কথা : মাওলানা শামীম আহমদ, নিজামুদ্দিন মারকাজ ও ইজতেমার জিম্মাদার।
অনুবাদক : মাওলানা আশরাফ আলী।

- দোয়া : মাওলানা শামীম আহমদ, নিজামুদ্দিন মারকাজ ও ইজতেমার জিম্মাদার।

১৮ ফেব্রুয়ারী ২০১৯ রোজ সোমবার বিশেষ ব্যক্তিবর্গের আরো বয়ান-

- কলেজ/বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উদ্দেশ্যে বয়ান : সকাল সাড়ে ১০টায় বয়ান করবেন বাংলাদেশের ইকবাল হাফিজ ও এলাহাবাদের শাহেদ।

- খাওয়াছদের (ভিআইপি) বয়ান : সকাল ১০.৩০ মিনিটে বয়ান করবেন মুফতি সাজিদ, নিজামুদ্দিন মারকাজ। 
- বধিরদের উদ্দেশ্যে বয়ান : মাওলানা ওমর মেওয়াতি, নিজামুদ্দিন মুরব্বি।
- আরবি খিত্তায় বয়ান : মাওলানা আব্দুল্লাহ, কাকরাইল।
- ইংরেজি খিত্তায় বয়ান : প্রফেসর লিয়াকত, নিজামুদ্দিন মারকাজ।
- মালশিয় খিত্তায় বয়ান : মুফতী শাহজাদ ও মুফতি রিয়াছত, নিজামুদ্দিন মারকাজ।
- উর্দু খিত্তায় বয়ান : মাওলানা শওকত, নিজামুদ্দিন মারকাজ।
- রুশ (রাশিয়া) খিত্তায় বয়ান : প্রফেসর নওশাদ, নিজামুদ্দিন মারকাজ।
- চায়না খিত্তায় বয়ান : মাওলানা আসআদ, নিজামুদ্দিন মারকাজ।

- খাওয়াছ বয়ান (ভিআইপি) : মাওলানা আলতমাস, নিজামুদ্দিন মারকাজ।
অনুবাদক : মাওলানা ইদরিস

- প্রসাশনের সাথে মোজাকারা : প্রফেসার লিয়াকত, নিজামুদ্দিন মারকাজ।
- ওলামাদের বয়ানের মিম্বর : মাওলানা শওকত, নিজামুদ্দিন মারকাজের আহলে শুরা ও মাওলানা আব্দুল বারি, শীর্ষ মুরুব্বি নিজামুদ্দিন মারকাজ।

- আরবি ত্বোলাবা বয়ান : মুফতী রিয়াছত ও মালানা ফারহান, নিজামুদ্দিন মারকাজ।
অনুবাদক : মাওলানা মুয়াজ বিন নূর।

আগামী ১৯ ফেব্রুয়ারি দুপুরের আগেই বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। দিল্লির নিজামুদ্দিন মারকাজের শীর্ষ মুরব্বি ও ইজতেমার জিম্মাদার মাওলানা শামীম আহমদ দোয়া ও মোনাজাত পরিচালনা করবেন।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here