ভূমধ্যসাগরে নৌকাডুবিঃ মাদারীপুরের দুই যুবক নিহত, পরিবারে চলছে শোকের মাতম - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, May 15, 2019

ভূমধ্যসাগরে নৌকাডুবিঃ মাদারীপুরের দুই যুবক নিহত, পরিবারে চলছে শোকের মাতম

লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে তিউনিসিয়ায় ভূমধ্যসাগরে সাগরে নৌকাডুবির ঘটনায় নিহত সজিবের গ্রামের বাড়ি মাদারীপুরে চলছে শোকের মাতম। এছাড়া নিখোঁজ মাদারীপুর, শিবচর ও রাজৈরের আরও পাঁচ যুবকের পরিবারেও চলছে কান্নার রোল।
স্বজনরা জানায়, বছর খানেক আগে অবৈধভাবে লিবিয়া যায় মাদারীপুরের কয়েকজন যুবক। এরপর অবৈধভাবে সমুদ্র পথে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার সময় সোমবার (১৩ মে) রাতে তিউনিসিয়ায় ভূমধ্যসাগরে সাগরে নৌকাডুবির ঘটনা ঘটে।
এতে অনেক বাংলাদেশি নিহত ও নিখোঁজ হয়। এর মধ্যে মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের উত্তর শিরখাড়া এলাকায় আজিজ শিকদারের ছেলে সজিব হোসেন (২০) মারা যান।
এ সময় নিখোঁজ হন সদরের বলভদী এলাকার আদেল উদ্দিন মাতুব্বরের ছেলে মনির হোসেন মাতুব্বর (২১) ও শ্রীনদী এলাকার জোবায়ের মাতুব্বরের ছেলে নাদিম মাতুব্বর (১৬)। ভূমধ্যসাগরে নৌকাডুবিতে তারাও নিখোঁজ রয়েছেন।
এছাড়াও একই ঘটনায় সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের খাকছাড়া গ্রামের স্বপন মল্লিক (২৭), সায়েদ কাজী (৩০) এবং মঠেরবাজার এলাকার মজিবুর রহমানের ছেলে সাইফুর ইসলাম (২৩) নিখোঁজ রয়েছেনে।
আরও নিখোঁজ রয়েছেন মাদারীপুরের শিবচরের দত্তপাড়া ইউনিয়নের ৮ নম্বর চর গ্রামের সেকান্দার হাওলাদারের ছেলে জাকির হোসেন (২৮)। অপরজন রাজৈর উপজেলার আলম দস্তার গ্রামের জাফর সিকদারের ছেলে নাইম সিকদার (১৯)। দ্রুত নিহতের লাশ দেশে আনার পাশাপাশি নিখোঁজদের ফিরে পেতে সরকারের সহযোগিতা চেয়েছেন স্বজনরা। এছাড়া দালালদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
নিখোঁজ সজিবের বোন মিম আক্তার বলেন, ‘আমারে আফা (আপা) কইয়া আর কে বোলাবো (ডাকবে)। আমার ভাইরে এক বছর রাইখা কেন বৃহস্পতিবার পাঠাইলি। আমি এহন (এখন) কেমনে ভাইরে ভুইলা থাকমুরে। কোথায় গেলি সজিবরে।
রেড ক্রিসেন্ট সোসাইটি মাদারীপুর শাখার যুব প্রধান শিশির হোসেন জানান, ‘তিউনিসিয়ার উপকূলের কাছে নৌকা ডুবির ঘটনায় এই পর্যন্ত মাদারীপুরের কয়েকজনের নাম জানা গেছে। সজিব নামে একজনের নিহতের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আমরা নিহত ও নিখোঁজদের বাড়িতে গিয়ে তথ্য নিয়েছি।’
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here