দুই ঘণ্টা পর শিমুলিয়া-কাঁঠালবাড়িতে নৌচলাচল স্বাভাবিক - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, June 2, 2019

দুই ঘণ্টা পর শিমুলিয়া-কাঁঠালবাড়িতে নৌচলাচল স্বাভাবিক

মাদারীপুর প্রতিনিধিঃ শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু হয়েছে। রোববার সকালে বৈরী আবহাওয়ার কারণে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর দুপুর সাড়ে ১২টার দিকে এ রুটে নৌযান চলাচল শুরু হয়।
লৌহজং উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাবিরুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৈরী আবহাওয়ায় বেলা পৌনে ১১টার দিকে পদ্মা উত্তাল হয়ে উঠলে নৌরুটে ফেরি, লঞ্চ ও স্পিডবোটসহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধের নির্দেশ দেন উপজেলা নির্বাহী অফিসার।
তিনি জানান, দুপুর সাড়ে ১২টার দিকে আবহাওয়া অনুকূলে এলে নৌযান চলাচল স্বাভাবিক হয়। এতে শিমুলিয়া ঘাট থেকে ফেরি, লঞ্চ ও স্পিডবোটসহ সকল ধরনের নৌযান চলাচল শুরু হয়।
উল্লেখ্য, ঈদ উপলক্ষে এবার ৩টি রো-রো ফেরিসহ মোট ১৮টি ফেরি যানবাহন ও যাত্রী পারাপার করছে। এছাড়া নৌরুটে ৮৭টি লঞ্চ ও পাঁচ শতাধিক স্পিডবোট চলাচল করছে।
তবে শিমুলিয়া ঘাটে গাড়ির তেমন চাপ নেই বলে জানিয়েছেন মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম। ঘাটে গাড়ি নেই। সব মিলিয়ে ৫০টি গাড়িও হবে না বলে জানিয়েছেন তিনি।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here