ত্রী লাভলী আক্তারের সহযোগিতায় রাজধানীর মিরপুরে ঝুট ব্যবসায়ী গিয়াস উদ্দিনকে হত্যা করা হয়েছে।
লাভলীসহ চারজনকে গ্রেপ্তারের পর মিরপুর থানার এসআই ইমানুর রহমান মঙ্গলবার সংবাদপ্রতিদিন২৪ অনলাইন ডটকমকে বলেছেন, স্ত্রীর পরকীয়া সম্পর্কের জের ধরেই গিয়াসকে হত্যা করা হয়েছে।
রোববার রাতে মিরপুর ১০ নম্বর সেকশনে নিজের বাসায় ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয় গিয়াসকে (৩৭)। তখন পুলিশ তার স্ত্রী ও সন্তানকে জিজ্ঞাসাবাদের পর তথ্যে গরমিল পাওয়ার কথা জানিয়েছিল।
এরপর মঙ্গলবার বিকালে লাভলী (২৯)সহ চারজনকে এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার অন্যরা হলেন- তানভীর আহমেদ (১৯), তার দুই বন্ধু জিসান (১৮) ও মুক্ত (১৮)।
লাভলীর সঙ্গে তানভীরের ‘প্রেমের সম্পর্ক’ ছিল বলে দাবি করেন পুলিশ কর্মকর্তা ইমানুর। তিনি বলেন, তানভীরের বন্ধু হল জিসান ও মুক্ত।
“তানভীর ও লাভলী প্রেমে জড়িয়ে পড়েছিলেন। এর জের ধরেই মূলত গিয়াসকে হত্যা করা হয় বলে তারা স্বীকার করেছে।”
মঙ্গলবার রাত পর্যন্ত এই হত্যার ঘটনায় কোনও মামলা হয়নি। পুলিশ কর্মকর্তা ইমানুর সংবাদপ্রতিদিন২৪ অনলাইন ডটকমকে বলেন, নিহতের বাবা কিংবা ভাই একটি হত্যা মামলা করবেন বলে পুলিশকে জানিয়েছেন।
No comments:
Post a Comment