প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রামিক) মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। একনেক সভায় রাজশাহীতে দ্বিতীয় শিল্প নগরী স্থাপনের সিদ্ধান্ত নেয়ায় প্রধানমন্ত্রীকে এ ধন্যবাদ জানান তিনি।
বুধবার সন্ধ্যায় সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় মেয়র উল্লেখ করেছেন, খাদ্য ভাণ্ডার হিসেবে খ্যাত রাজশাহীর উর্বর ভূমিতে উৎপাদিত বিভিন্ন পণ্য শিল্প-কলকারখানার অভাবে বাণিজ্যিকভাবে বাজারজাতকরণের বর্তমানে কোনো সুযোগ নাই। ফলে এ অঞ্চলের অর্থনীতি ক্রমশ পিছিয়ে পড়ছে। শিক্ষিত বেকারত্বের হার বৃদ্ধি পাচ্ছে।
রাজশাহীতে প্রস্তাবিত দ্বিতীয় শিল্পনগরী স্থাপন প্রকল্প বহুমুখী শিল্প কলকারখানা নির্মাণে দেশি-বিদেশি শিল্প উদ্যোক্তারা এগিয়ে আসবে।
মেয়র আরো বলেন, রাজশাহীতে প্রাকৃতিক গ্যাস সরবরাহের মাধ্যমে বর্তমানে শিল্প স্থাপনের দ্বার উন্মোচিত হয়েছে। সরবরাহকৃত প্রাকৃতিক গ্যাস ক্ষুদ্র, মাঝারী ও ভারী শিল্প প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রাখবে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজশাহী অঞ্চলের আর্থিক উন্নয়ন ও কর্মসংস্থানের বহুমুখী নতুন নতুন খাত সৃষ্টি হবে।
অনগ্রসর রাজশাহীতে শিল্প নগরী স্থাপনে সিদ্ধান্ত নেয়ার নগরবাসী ও বর্তমান সিটি পরিষদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী, পরিকল্পনামন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান মেয়র।
উল্লেখ্য, গত মঙ্গলবার একনেক ১১তম সভায় রাজশাহীতে দ্বিতীয় শিল্প নগরী স্থাপন প্রকল্পসহ ১ হাজার ৫৩৫ কোটি টাকার ৫টি প্রকল্প অনুমোদন দেয়া হয়।
No comments:
Post a Comment