কলকাতার সংবাদ মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্র অভিনেত্রী পরী !!!!! - SongbadProtidin24Online.com

songbad+cover

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

demo-image

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Saturday, October 25, 2014

কলকাতার সংবাদ মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্র অভিনেত্রী পরী !!!!!

Responsive Ads Here

pori.1
ছবিঃ পরীমণি

সাধারণত বাংলাদেশের সেলিব্রেটিদের নিয়ে খুব একটা খবর চোখে পরে না কলকাতা বা ভারতীয় সংবাদ মাধ্যমে। এ নিয়ে কম কথাও হয় না। তবে এ ক্ষেত্রে তাক লাগিয়ে দিলেন ঢালিউডের পরীমণি। ২৪ অক্টোবর কলকাতা টোয়েন্টিফোর ইনট্রো সেভেন নামে একটি অনলাইন সংবাদ মাধ্যমে পরীমণিকে নিয়ে ‘২০-তে পা ঢাকার ‘পরি’র’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে।

সংবাদটিতে লেখা হয়, স্রেফ সৌন্দর্য্যের জেরেই কারোর পক্ষে যে এতটা আলোড়ন ফেলা সম্ভব৷ তার আদর্শ উদাহরণ হলেন ওপার বাংলার মডেল-অভিনেত্রী পরিমনি। এখনও তাঁর অভিনীত কোনও ছবি মুক্তি না পেলেও তিনি বিনোদন জগতে সুপারহিট৷ তবে আর কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে পরি মনি অভিনীত বেশ কয়েকটি ছবি।

আরো লেখা হয়, দুই বাংলার তরুণদের অন্যতম হার্টথ্রব এই অভিনেত্রী শুক্রবারই পা রাখলেন ২০ বছরে৷ তবে এত ব্যস্ততার মধ্যে নিজের জন্মদিন আর ধুমধাম করে পালন করার মতো সময় নেই তাঁর৷ পরিবার এবং কিছু কাছের বন্ধুদের সঙ্গেই এদিন জন্মদিন সেলিব্রেট করলেন তিনি৷ অভিনয়টা তো তিনি ভালই পারেন৷ সঙ্গে প্লাস পয়েন্ট তাঁর সৌন্দর্য্য৷ সত্যি সে পরী।

No comments:

Post a Comment

Post Top Ad