মাদারীপুরের কালকিনির গোপালপুর গ্রামে আজ বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালত উভয় পক্ষের দুজনকে জরিমানা করেছে।
স্থানীয় ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাদারীপুরের কালকিনির গোপালপুর গ্রামের হাবিব বেপারীর মেয়ে ও গোপালপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী জুলেখা আক্তারের (১৪) সাথে একই গ্রামের আবুল কাশেম দফাদারের ছেলে নজরুল দফাদারের বিয়ে ঠিক হয়। বিয়ের সব আয়োজন শেষে আজ বুধবার মাথায় টোপর পরে সেঁজেগুজে বরসহ তার আত্মীয়-স্বজন কনের বাড়িতে হাজির হয়। এই খবর পেয়ে কালকিনি উপজেলা প্রশাসক পুলিশের সহযোগিতায় বিয়ে বাড়িতে হাজির হন এবং বিয়ে বন্ধ করে দেয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কালকিনি উপজেলা নির্বাহী অফিসার মো. হেমায়েত উদ্দিন কনের বাবা হাবিব বেপারী ও বর নজরুল দফাদারকে এক হাজার টাকা জরিমানা আদায় ও ১৮ বছরের আগে মেয়েকে বিয়ে দিবেনা বলে অঙ্গিকারনামায় স্বাক্ষর নেন।
No comments:
Post a Comment