ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা দিতে আসা এক পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করায় তরিকুল ইসলাম নামে এক ছাত্রকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের থানাগেট এলাকা থেকে তাকে আটক করা হয়।
তরিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০০৭-০৮ শিক্ষাবর্ষের ছাত্র।
পুলিশ জানায়, বিকেলে বিশ্ববিদ্যালয়ের থানাগেট এলাকায় এক পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করে তরিকুল। এ সময় কর্তব্যরত পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে সংবাদ প্রতিদিন২৪ অনলাইন ডটকমকে জানান, আটক তরিকুল এখন থানা হেফাজতে রয়েছে। সংশ্লিষ্ট ছাত্রীর অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে পুলিশের একটি সূত্র জানায়, আটকের পর আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. শাহজাহান মণ্ডল ইবি থানায় তরিকুলকে ছাড়াতে যান। কিন্তু পুলিশ তাকে ছেড়ে দিতে অপারগতা প্রকাশ করে।
শিক্ষার্থীরা জানায়, তরিকুলের বিরুদ্ধে বিভিন্ন সময়ে উত্ত্যক্ত ও যৌন হয়রানির অভিযোগ রয়েছে। তিনি বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. শাহজাহান মণ্ডলের স্নেহভাজন হওয়ায় পার পেয়ে যান বলে তাদের অভিযোগ।
No comments:
Post a Comment