ক্যারিয়ার নিয়ে উচ্চাকাঙ্খী মহিলাদের স্বপ্নভঙ্গের জন্য সন্তান নয়, দায়ী স্বামীরাই। নয়া এক সমীক্ষা এ কথাই বলছে।
প্রায় ২৫ হাজার পুরুষ ও মহিলাদের ওপর এক সমীক্ষা চালিয়ে এই সিদ্ধান্তে এসেছেন গবেষকরা। যাদের উপর এই সমীক্ষা চালানো হয়েছে তারা প্রত্যেকেই কোনো না কোনো সময় হার্ভার্ড বিজনেস স্কুল থেকে পাশ করেছেন। সমীক্ষার ফল প্রকাশিত হয়েছে নিউজ ডট কম ই ইউতে।
দেখা গিয়েছে, মাত্র ১১ শতাংশ মহিলা সন্তানের জন্য কেরিয়ার বিসর্জন দেন। হার্ভার্ড থেকে স্নাতকস্তরে উত্তীর্ণ হওয়া প্রায় ৫০ শতাংশ মহিলাই নিজের ভবিষ্যতের থেকে সঙ্গীর পছন্দকে বেশি গুরুত্ব দেন। ৪০ শতাংশ স্ত্রী স্বীকার করেছেন, স্বামীরা তাদের কাজে বাধা দেন না। অন্যদিকে দেখা গিয়েছে, ৭০ শতাংশ পুরুষই সঙ্গীর তুলনায় কাজ-কেরিয়ারকে বেশি গুরুত্ব দিয়েছেন এই সমীক্ষায়।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment