শেয়ার ব্যবসা করে ৭ কোটি ডলারের মালিক বাঙালি স্কুলছাত্র !!!!! - SongbadProtidin24Online.com

songbad+cover

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

demo-image

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Tuesday, December 16, 2014

শেয়ার ব্যবসা করে ৭ কোটি ডলারের মালিক বাঙালি স্কুলছাত্র !!!!!

Responsive Ads Here

islam02
বাঙালি নাকি ব্যবসা বোঝে না! এই দুর্নাম ঘুচালেন বাঙালি বংশোদ্ভূত প্রবাসি এক স্কুলছাত্র। সে যুক্তরাষ্ট্রে শেয়ার ব্যবসা করে ৭ কোটি ২০ লাখ ডলার আয় করেছে।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাষ্ট্রের মিডিয়ার দৃষ্টি এখন এই তরুণের দিকে। তাকে বেশক’টি গণমাধ্যম ফলাও করে প্রচার করেছে। এর মধ্যে ডেইলি মেইল, বিজনেস ইনসাইডসহ অন্যতম।

মোহাম্মদ ইসলাম নামের ওই তরুণ জানিয়েছে, সে শেয়ার ব্যবসা সে করেছে স্কুলে টিফিনের বিরতির ফাঁকে। নয় বছর বয়সে শেয়ার ব্যবসা শুরু করে। আট বছরের শেয়ার ব্যবসায় এখন সে ৭ কোটি ২০ লাখ ডলারের মালিক।

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্কের কুইন্স এলাকার বাসিন্দা মোহাম্মদ ইসলাম স্থানীয় স্টাইভেসান্ট হাইস্কুলের সিনিয়র গ্রেডের ছাত্র। মুনাফার একটি অংশ দিয়ে ইসলাম কোটি টাকার বিলাসহুল বিএমডব্লিউ গাড়ি কিনেছে। যদিও তার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার বয়স হয়নি।

নিউইয়র্কের একটি ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে ইসলাম তার বিপুল অর্থের বিস্তারিত না জানালেও বলেছে পরিমাণটা আট অংকের।

মোহাম্মদ ইসলামের মা-বাবা বাংলাভাষী এবং দক্ষিণ এশিয়া থেকে তারা যুক্তরাষ্ট্রে গেছে। ওই বিপুল অর্থ দিয়ে সে ম্যানহাটানে একটি দামি ফ্ল্যাটও ভাড়া করেছে। কিন্তু মা-বাবা এখুনি তাকে ওই ফ্ল্যাটে একা থাকতে দিতে নারাজ।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad