নিজস্ব প্রতিবেদক, শেরপুর (বগুড়া): ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার গাড়ীদহে ট্রাকের চাপায় সিএনজি অটোরিকশার চালকসহ ৩ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে । শুক্রবার সকালে আহতরা চিকিৎসাধীন মারা যান।ট্রাক-অটোবাইক ট্রাকচাপায় চালকসহ ৩ জনের মৃত্যু
নিহতরা হলেন-সিএনজি অটোরিকশা চালক জেলার নন্দীগ্রাম উপজেলার জামালপুর গ্রামের রথিকান্ত আচার্যের ছেলে কাজল কুমার আচার্য্য (৩০), বগুড়া সদরের নিশিন্দারা এলাকার দুলাল হোসেনের ছেলে হাসিব (১৯) ও একই এলাকার রফিকুল ইসলামের ছেলে সাব্বির (১৫)।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে মহাসড়কের গাড়ীদহে দুগ্ধ খামারের সামনে একটি মালবাহী ট্রাক বগুড়াগামী সিএনজি অটোরিকশাকে চাপা দিলে চালকসহ ৬ জন গুরুতর আহত হন।
আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার ভোররাতে আহতদের মধ্যে ৩ জনের মৃত্যু হয়।
শেরপুর থানার এসআই আলহাজ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে সংবাদ প্রতিদিন২৪ অনলাইন ডটকমকে জানান, সিএনজি অটোরিকশা উদ্ধার করা হলেও ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment