এবার শেষ ষোলোতেই রিয়াল মাদ্রিদের বিপক্ষে গেল বছরের হারের শোধ নেয়ার সুযোগ অ্যাটলেটিকো মাদ্রিদের সামনে।
কেননা লা লিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর ইউরোপ সেরা দল দুটি কোপা ডেল রে বা কিংস কাপের রাউন্ড অফ সিক্সটিনে পরস্পরের মুখোমুখি দাঁড়াচ্ছে। মূলত স্প্যানিশ ঘরোয়া লিগের দলগুলোর টুর্নামেন্ট কিংস কাপের রাউন্ড অব থার্টি টু’তে হসপিতালেতের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৫-২ ব্যবধানে জিতে ক্রিশ্চিয়ানো রোনালদো-গ্যারেথ বেলদের সামনে দাঁড়াচ্ছে দিয়াগো সিমিওনের শিষ্যরা।
আগামী ৭ জানুয়ারি থেকে শুরু হবে কিংস কাপের নকআউট ভিত্তিক শেষ ষোলো পর্ব। যেখানে বার্সার সামনে দাঁড়াবে এলচে, ভিয়ারিয়ালের সামনে রিয়াল সোসিয়েদাদ, মালাগার সামনে লেভান্তে, সেল্টা ভিগোর সামনে অ্যাথলেটিক বিলবাও, গ্রানাডার সামনে সেভিয়া, ভ্যালেন্সিয়ার সামনে এস্পানিওল এবং আলমেরিয়ার সামনে গেটাফে।
প্রসঙ্গত, গত বছর কোপা ডেল রে বা কিংস কাপের চ্যাম্পিয়ন হয়েছিল রিয়াল মাদ্রিদ।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment