একসঙ্গেই আসছে আইফোন ৬এস ও আইওয়াচ !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, December 3, 2014

একসঙ্গেই আসছে আইফোন ৬এস ও আইওয়াচ !!!!!



মাস তিনেক আগে ছাড়া আইফোন ৬ ও ৬ প্লাস নিয়ে প্রযুক্তিপ্রেমীদের আগ্রহের রেশ শেষ না হতেই, অ্যাপলের পরবর্তী হ্যান্ডসেট আইফোন ৬এস বাজারে আসার গুঞ্জন ছড়িয়েছে।

ধারণা করা হচ্ছে, আগামী বসন্তের আগেই হ্যান্ডসেটটি বাজারে ছাড়বে অ্যাপল। তবে অবাক করার মতো ব্যাপার হলো, এই হ্যান্ডসেটের সঙ্গে বাজারে আসবে আইওয়াচও। অবশ্য গত ৯ সেপ্টেম্বর আইওয়াচ উন্মুক্তও করে ফেলেছে প্রতিষ্ঠানটি।

আইফোন ৬এস হ্যান্ডসেটটি ছাড়ার বিষয়ে বেশ জোরালো কার্যক্রম শুরু করেছে ‍অ্যাপল। আর ২০১৫ সালের সেপ্টেম্বরে অ্যাপল আইফোন ৭ ছাড়বে বলেও বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম। এর ফলে আগামী বছর দু’টি হ্যান্ডসেট বাজারে ছাড়তে যাচ্ছে প্রযুক্তি জায়ান্টটি।

সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, শুধু আইওয়াচ ছাড়ার বিষয়টি নিয়ে বেশ ‘দ্বিধাদ্বন্দে’ পড়েছে অ্যাপল। আর তাই আইওয়াচের সঙ্গে আইফোন ৬এস ছাড়ার বিষয়ে চিন্তা করছে অ্যাপল।

যদিও এ বিষয়ে অ্যাপলের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সম্প্রতি আইফোন ৭ নিয়ে অ্যাপলের ব্লগার জন গ্রুবার বলেন, আইফোন ৭-এর ক্যামেরায় দু’টি লেন্স ব্যবহার করা হবে।

ক্যামেরায় দু’টি লেন্স ব্যবহারের বিষয়ে টক শো পোডকাস্টে জন ব্রুগার বলেন, উন্নত মানের ছবি তোলার বিষয়টি মাথায় রেখেই এমনটি করার চিন্তা করছে অ্যাপল। এটি হবে ক্যামেরার ক্ষেত্রে অ্যাপলের বড় ধরনের পরিবর্তন।

বিশেষ কোনো কারণে নয়, ছবির মানোন্নয়নেই অ্যাপল এমনটি করছে বলে বিশ্বাস জন গ্রুবারের।

উল্লেখ করা যেতে পারে, ২০১৩ সালের সেপ্টেম্বরে আইফোন ৫এস বাজারে ছেড়েছিল ‍অ্যাপল। একই সময় ৫সি নামে কম দামী আরও একটি হ্যান্ডসেট ছেড়েছিল প্রতিষ্ঠানটি।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here