বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট মাঠে গড়াবে ২৯ জানুয়ারি। এই টুর্নামেন্টের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টিভি চ্যানেল নাইন। তার সঙ্গে বিটিভিও সম্প্রচার করবে। শুধু দেশীয় টিভি চ্যানেলে নয়। বঙ্গবন্ধু গোল্ডকাপ সম্প্রচার করা হবে অস্ট্রেলিয়াভিত্তিক ফক্স টিভিতে। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ তারা সম্প্রচার করবে। এর ফলে বঙ্গবন্ধু গোল্ডকাপ পেতে যাচ্ছে বৈশ্বিক রূপ।
এ বিষয়ে সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মেলন কক্ষে চ্যানেল নাইনের ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান বলেন, ‘ফক্স টিভির সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। তারা বঙ্গবন্ধু গোল্ডকাপের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে। দুবাইভিত্তিক ইত্তেসালাত টিভির সঙ্গেও আলোচনা চলছে। এখনো তারা চূড়ান্ত কিছু জানায়নি। তবে ফক্স টিভির মাধ্যমে গোটা এশিয়াতেই দেখা যাবে বঙ্গবন্ধু গোল্ডকাপ। এ ছাড়া যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াতেও সম্প্রচার করার চেষ্টা চলছে। আমাদের চ্যানেল নাইনও বিশ্বের শতাধিক দেশে দেখা যায়।’
তিনি আরো বলেন, ‘ভারত থেকে আমরা একটা প্রোডাকশন দল আনছি। প্রোডাকশনের জন্য আমাদের বাজেট ৩-৪ লাখ ডলার। আন্তর্জাতিক মানের সম্প্রচার করাই আমাদের লক্ষ্য। কয়েকজন ইংরেজি ধারাভাষ্যকারও থাকবেন। ইংরেজির পাশাপাশি বাংলায়ও চলবে ধারাভাষ্য।’
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment