বাজারে বর্তমানে স্বল্প মূল্যের অ্যান্ড্রয়েড ফোনের বেশ চাহিদা রয়েছে। আর অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করে কিন্তু ফেসবুক ব্যবহার করে না, এমন সংখ্যা খুবই কম। কিন্তু স্বল্প মূল্যের বা কম সুবিধার অ্যান্ড্রয়েড ফোনগুলোতে ফেসবুক অনেক সময় হ্যাং করে, ঠিকমতো ব্যবহার করা যায় না, ফলে ইন্টারনেট খরচ বেড়ে যায়।
তাই পুরোনো মডেলের, স্বল্প সুবিধার বা টুজি নেটওয়ার্কের অ্যান্ড্রয়েড ফোনের ব্যবহারকারীদের জন্য ফেসবুক কর্তৃপক্ষ নিয়ে এসেছে ফেসবুকের নতুন ভারসন ‘ফেসবুক লাইট’ অ্যাপ। মাত্র ২৫২ কিলোবাইটের এই অ্যাপটি ফোনে অনেক কম জায়গা নেবে, পাশাপাশি ইন্টারনেটের ডাটা খরচও অনেক কম হবে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
ফেসবুক লাইট অ্যাপটির সাহায্যে ফেসবুকের সব সুবিধাই পাওয়া যাবে। ছবি দেখা, ফেসবুক মেসেঞ্জার, স্ট্যাটাস হালনাগাদসহ অন্য সুবিধাগুলো সাধারণত কম্পিউটার কিংবা উন্নত স্মার্টফোনে যেভাবে ব্যবহার করা হয়, একইভাবে এই অ্যাপেও তা করা যাবে।
অ্যাপটি মূলত বাংলাদেশ, ভিয়েতনাম, নাইজেরিয়া, নেপাল, দক্ষিণ আফ্রিকা, সুদান, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের মতো দেশগুলোর কথা চিন্তা করে তৈরি করা হয়েছে বলে জানা গেছে। ফেসবুক লাইট অ্যাপটি বিনা মূল্যে ডাউনলোড করা যাবে http://goo.gl/cMMeVZ লিংক থেকে।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment