বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ডাকা হরতাল-অবরোধে আবাসন খাতে ৭৯২ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।
বুধবার বেলা সাড়ে তিনটায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘জীবন ও অর্থনীতির জন্য ক্ষতিকর সহিংস রাজনৈতিক কর্মসূচি পরিহারের দাবিতে’ এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি করা হয়েছে।
সংবাদ সম্মেলনে রিহ্যাবের সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান বলেন, ‘চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে ক্রেতারা এখন আর আবাসন খাতে কোনো বিনিয়োগ করছে না। চরম রাজনৈতিক অস্থিরতা থাকায় ব্যাংক থেকে ঋণ নিয়ে তার পরিশোধ করতে পারছেন না আবাসন ব্যবসায়ীরা। অধিকাংশ ব্যবসায়ী উচ্চসুদে ব্যাংক থেকে ঋণ নিয়ে প্রকল্প গ্রহণ করেছেন। তারা ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ার কারণে সংশ্লিষ্ট ব্যাংকে ডেভেলপাররা ঋণ খেলাপী হিসেবে পরিগণিত হচ্ছে। পরিস্থিতির উন্নয়ন না হলে কেউই এসব ঋণ পরিশোধ করতে পারবে না। এ অবস্থায় ব্যবসায়ীদের সার্বিক অবস্থা বিবেচনা করে এসব ঋণগ্রহণকারী ডেভেলপার প্রতিষ্ঠানগুলো সুদ মওকুফসহ ব্যাংক ঋণ দুই বৎসরের জন্য পূণঃ তফশিলিকরণ অপরিহার্য হয়ে পড়েছে।’
রিহ্যাবের এ নেতা আরো বলেন, ‘প্রথম অবস্থায় বাংলাদেশ ব্যাংক মাত্র শতকরা ৯ ভাগ সুদে প্রথমে ৪৫০ কোটি এবং পরবর্তীতে ৩০০ কোটি টাকা বিভিন্ন তফশিলি ব্যাংকের মাধ্যমে স্বল্পআয়ের ও মধ্যবিত্ত শ্রেণীর জনসাধারণকে ছোট আয়তনের ফ্ল্যাট ক্রয়ের জন্য ঋণ প্রদান করেছিল। বর্তমানে তা বন্ধ রয়েছে। এ প্রেক্ষিতে রিহ্যাব দীর্ঘদিন ধরেই গৃহায়ণ শিল্পে সিঙ্গেল ডিজিট সুদে ফাইন্যান্সিং ব্যবস্থা পুনঃপ্রচলনের দাবি জানিয়ে আসছে।’
সাধারণ সম্পাদক আরো বলেন, ‘২০১৪ সালে অনুষ্ঠিত রিহ্যাব মেলায় বিপুল ক্রেতা গৃহায়ণ শিল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। কিন্তু হরতাল-অবরোধের কারণে আবাসন খাত সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছে। সরবরাহ কমে যাওয়ার কারণে ফ্ল্যাট ও প্লটের মূল্য বৃদ্ধি পাবে।’
তিনি আরো বলেন, ‘চলমান অবরোধের কারণে রিহ্যাবের প্রায় ১ হাজার ২০০ সদস্যের প্রতিদিন ৩ লাখ টাকা করে লোকসান গুনতে হচ্ছে। আবাসন খাতে ৫ জানুয়ারি থেকে এ পর্যন্ত ৭৯২ কোটি টাকার ক্ষতি হয়েছে। দেশে এভাবে রাজনৈতিক অস্থিরতা বিদ্যমান থাকলে আবাসন খাতের ক্ষতি আরো বেড়ে যাবে। এ অবস্থায় আমরা রাজনৈতিক প্রতিবাদের ভাষা পরিবর্তিন করার আহ্বান জানাচ্ছি।’
রিহ্যাবের সিনিয়র সহসভাপতি রবিউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রিহ্যাব সহসভাপতি ও প্রেস অ্যান্ড মিডিয়া স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান লিয়াকত আলী ভূঁইয়া, কোচেয়ারম্যান কামাল মাহমুদ, সাধারণ সম্পাদক মো. আনোয়ারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, যুগ্মসম্পাদক শালিক কামাল চৌধুরী, কোষাধ্যক্ষ প্রকৌশলী সরদার মো. আমিন, সাবেক নির্বাহী কমিটির সদস্য আবু বকর সিদ্দিক প্রমুখ।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment