দেশে জঙ্গিবাদ বিরোধী জনমত তৈরিতে জুমা’র নামাজের জন্য একটি মডেল খুতবা প্রণয়ন করে ইমামদের মাঝে বিতরণ করতে সব জেলায় সরবারহ করা হয়েছে। সংসদে এমন তথ্য জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।
বুধবার জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীর (ঝিনাইদহ-২) তারকাচিহ্নিত প্রশ্নের উত্তরে ধর্মমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, ‘খুতবার আগে বয়ানকালে কোরআন ও হাদিসের আলোকে কমপক্ষে ৫ মিনিট জঙ্গি বিরোধী বক্তব্য প্রদানের জন্য ইসলামিক ফাউন্ডেশন ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। বিভিন্ন ধর্মীয় সভা ও সমাবেশে আলেম উলামাদেরকে জঙ্গিবাদ ও ধর্মের নামে বোমাবাজি, মানুষ হত্যা ও সন্ত্রাস সৃষ্টির বিরুদ্ধে বক্তব্য প্রচারের জন্য উদ্বুদ্ধ করা হয়ে থাকে। এই উদ্দেশ্যে একটি মডেল খুতবা প্রণয়ন করে ইমামদের মাঝে বিতরণের জন্য প্রতিটি জেলায় সরবরাহ করা হয়েছে।’
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment