রাজধানীর মিরপুর বাঙলা কলেজের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে হরতাল ও অবরোধ সমর্থকরা। পরে ফায়ার সর্ভিসের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৮টার দিকে এ অগ্নিসংযোগ করা হয়।
বিষয়টি সংবাদ প্রতিদিন২৪ অনলাইন ডটকমকে নিশ্চিত করেছেন ফায়ার সর্ভিসের ডিউটি অফিসার নিলুফার ইয়াসমিন।
তিনি জানান, বাঙলা কলেজের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিএনপিসহ ২০ দলীয় জোটের ডাকা টানা ৭২ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে (সোমবার ২ ফেব্রুয়ারি) সন্ধ্যার পরপরই রাজধানীতে যথাক্রমে গুলশানে, মিরপুর-১১ এবং এই প্রতিবেদন লেখা পর্যন্ত সর্বশেষ বাঙলা কলেজের সামনে মিলিয়ে মোট তিনটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটলো।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।


No comments:
Post a Comment