ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের স্বাধীনতা আন্দোলনের প্রতি অব্যাহত সমর্থন জানানোর প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।
বৃহস্পতিবার আজাদ জম্মু ও কাশ্মীরের আইনসভায় বক্তব্য রাখার সময় তিনি বলেন, কাশ্মীরের জনগণ ভারতের কাছ থেকে মুক্ত হওয়ার জন্য যে সংগ্রাম চালিয়ে যাচ্ছে ইসলামাবাদ তাদের সেই সংগ্রামের প্রতি রাজনৈতিক এবং কূটনৈতিক সমর্থন অব্যাহত রাখবে। কাশ্মীর দিবস উপলক্ষে তিনি এ বক্তব্য রাখেন বলে জানিয়েছে ডন পত্রিকা।
এছাড়া তিনি আরো বলেছেন, কেবলমাত্র জাতিসংঘে প্রস্তাব আনার মধ্য দিয়ে বিতর্কিত এ ইস্যুটির সমাধান হতে পারে। এ বিষয়ে উদ্যোগ গ্রহণের জন্য তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার দাবি জানিয়েছেন।
তিনি বলেন,‘আমি শৈশব থেকেই আজাদ এবং অধিকৃত কাশ্মীরের সঙ্গে যুক্ত রয়েছি। আমার বিশ্বাস প্রতিটি পাকিস্তানী কাশ্মীরীদের প্রতি একই সহমর্মিতা অনুভব করে থাকে। তাই এ ইস্যুটির সমাধানে আমাদের প্রচেষ্টা জারি থাকবে।’
পাক প্রধানমন্ত্রী আরো বলেন,‘কাশ্মীরের জনগণের প্রতি সংহতি প্রকাশের জন্যই আজ আমি এখানে এসেছি। পাকিস্তান এবং কাশ্মীর অভিন্ন সত্তা এবং বিশ্বের কোনো শক্তিই আমাদের আলাদা করতে পারবে না।’
তিনি বলেন, পাকিস্তানী এবং কাশ্মীরের জনগণ একই কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য এবং সভ্যতা লালন করে থাকে। অধিকৃত শক্তির বিরুদ্ধে লাড়াই করতে যেয়ে কাশ্মীরের জনগণ যেভাবে নিজেদের জীবন বিসর্জন দিয়ে চলেছেন পাকিস্তান তাদের সেই আত্মত্যাগকে সম্মান করে।’
কাশ্মীরের জনগণের আত্মস্বীকৃতির এ লড়াইয়ে সবসময় পাশে থাকারও ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়া শরীফ।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।


No comments:
Post a Comment