কবর দেওয়ার আগে শনিবার গোসল করানোর সময় নড়েচড়ে ওঠা নবজাতকটি অবশেষে মারা গেছে।
রোববার (০১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নবজাতকটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পেড্রিয়াটিক শিশুবিভাগের প্রফেসর ডা. আবেদ হোসেন মোল্লা নবজাতকটির মারা যাওয়ার সংবাদ নিশ্চিত করেছেন।
তিনি জানান, শিশুটি রোববার বেলা ১১টার সময় মারা গেছে।
এর আগে শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভূমিষ্ঠ এক নবজাতককে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। দিয়েছিলেন ডেথ সার্টিফিকেটও। এমনকী অভিভাবকরা তাকে দাফনের জন্য রাজধানীর আজিমপুর কবরস্থানেও নিয়ে যান। শুক্রবার (৩০ জানুয়ারি) দিনগত মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভূমিষ্ঠ হয় শিশুটি।
কবরস্থানে নড়ে ওঠায় শিশুটিকে ফের ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আজিমপুর কবরস্থানের এক অফিস সহকারী সংবাদ প্রতিদিন২৪ অনলাইন ডটকমকে এ খবর জানিয়েছিলেন। তিনি তখন জানিয়েছিলেন, নবজাতক জীবিত আছে টের পাওয়ার সঙ্গে সঙ্গে তার বাবা-মা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যান। তবে শিশুটিকে মৃত সন্দেহেই গোরস্থানে নিয়ে আসা হয়েছিল। তার ডেড সার্টিফিকেট নম্বর ৬৩৭০/১৮০।
নবজাতকের মা সুলতানা আক্তার এবং পিতা জাহাঙ্গীর আলম ঢাকার কেরানীগঞ্জের চুনকুঠিয়া এলাকার বাসিন্দা। শুক্রবার রাত ১০টায় সুলতানা আক্তার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হন।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।


No comments:
Post a Comment