আগামী ৬ মার্চ সারা দেশে মুক্তি পাচ্ছে নায়ক বাপ্পারাজ পরিচালিত সিনেমা কার্তুজ। এটি তার পরিচালিত প্রথম চলচ্চিত্র। কার্তুজ সিনেমার মূল গল্প রচনা করেছেন অভিনেতা, পরিচালক বাপ্পারাজ। সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন ছটকু আহমেদ।
কার্তুজ চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নায়করাজ রাজ্জাক, প্রয়াত পরিচালক চাষী নজরুল ইসলাম, শিরীন বকুল, শিরীন আলম, সম্রাট, সোহান খান, তুষার খান, ফারজানা রিক্তা, শিমুল খান প্রমুখ।
এ সিনেমার পরিচালক বাপ্পরাজ সংবাদ প্রতিদিন২৪ অনলাইন ডটকমকে বলেন, ‘সিনেমাটির মুক্তি দেয়ার সকল কার্য সম্পন্ন করা হয়েছে। এখন শুধু মুক্তির অপেক্ষা। আগামী ৬ মার্চ সিনেমাটি সারা দেশে মুক্তি পাবে। কিছুদিনের মধ্যে এর প্রমোশনের কাজ শুরু করব। সিনেমাটি নিয়ে আমি বেশ আশাবাদী।’
এর আগে ৬ নভেম্বর সেন্সর ছাড়পত্র পেয়েছিল সিনেমাটি। রাজলক্ষ্মীর ব্যানারে নির্মিত এ চলচ্চিত্রের সংগীতায়োজন করেছেন ইমন সাহা। ভারতের চেন্নাইয়ে সিনেমাটির ব্যাক গ্রাউন্ড মিউজিকের কাজ করা হয়েছে বলে জানিয়েছেন সিনেমার সঙ্গে সংশ্লিষ্টরা। চলতি বছরের শুরুতে এফডিসিতে মহরতের মাধ্যমে সিনেমাটির শুটিং শুরু হয়। পরবর্তীতে দেশের বিভিন্ন লোকেশনে এ সিনেমার দৃশ্যায়ন কাজ করা হয়েছে।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment