ভালোবাসা দিবস উপলক্ষে নিশির ‘দ্য মেলোডিয়াস নাইটেঙ্গেল’ !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, February 8, 2015

ভালোবাসা দিবস উপলক্ষে নিশির ‘দ্য মেলোডিয়াস নাইটেঙ্গেল’ !!!!!


ভালোবাসা দিবস উপলক্ষে সিডি চয়েসের ব্যানারে বাজারে আসছে কণ্ঠশিল্পী নিশির প্রথম একক অ্যালবাম ‘নিশি দ্য মেলোডিয়াস নাইটেঙ্গেল’।

এ অ্যালবামে মোট নয়টি গান রয়েছে। এর মধ্যে ছয়টি ডুয়েট গানে নিশির সঙ্গে কণ্ঠ দিয়েছেন তৌসিফ, কাজী শুভ, ইলিয়াস হোসাইন, অয়ন চাকলাদার, সাহেদ ও ‘সখি ভালোবাসা কারে কয়’ খ্যাত কণ্ঠশিল্পী মিলন। গানের কথা লিখেছেন- তৌসিফ, রেজাউর রহমান রিজভী, ওমর ফারুক, শেখ সুমন এমদাদ, স্নেহাশীষ ঘোষ এবং আদিত্য রুপু।

এ অ্যালবামের উল্লেখ্যযোগ্য গান হলো- তোমারই মাঝে, আড়ালে, তোমায় পেয়ে, প্রেম মানে, তুই কাছে আয়না, ভালোবাসার নামে প্রভৃতি। সুর করেছেন- কাজী শুভ, তৌসিফ, অয়ন চাকলাদার, শাহেদ এবং রাহুল মুদসুদ্দী আর সংগীতায়োজন করেছেন- তৌসিফ, রেজওয়ান শেখ, অয়দ চাকলাদার, রাফি এবং শাহেদ।

প্রথম একক অ্যালবাম প্রসঙ্গে নিশি বলেন, আমি সৃষ্টি কর্তাকে ধন্যবাদ জানাই। আমার অ্যালবামটির কাজ ভালোভাবে শেষ করতে পেরেছি। এটা আমার জন্য একটা বড় পাওয়া। দেশের অনেক খ্যাতিমান তারকা শিল্পী এই অ্যালবামে কাজ করেছেন। সেই সঙ্গে আলোচিত গীতিকারদের গান স্থান পেয়েছে এই অ্যালবামে।

তিনি আরো বলেন, অনেক যত্ন নিয়ে অ্যালবামের কাজ করেছি। শ্রোতাদের ভালো কিছু গান উপহার দেওয়ার চেষ্টা করেছি। সব মিলিয়ে শ্রোতারা গানগুলো গ্রহণ করলে তবেই আমি স্বার্থক।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here