শিগগির বাংলাদেশে আসছেন ভারতের নতুন পররাষ্ট্রসচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর। ভারতের শীর্ষ কূটনীতিকের দায়িত্ব নেয়ার পর ঢাকা সফরেই বাংলাদেশের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ হচ্ছে তার।
শুক্রবার নয়া দিল্লিতে পররাষ্ট্রসচিবের এ সফরের ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, সার্ক দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক আরো জোরদার করতে শিগগিরই আমরা নতুন পররাষ্ট্রসচিবকে ‘সার্ক যাত্রায়’ পাঠাচ্ছি।
এই সার্ক যাত্রায় ঢাকাই যে হচ্ছে প্রথম গন্তব্য তা শেখ হাসিনার সঙ্গে মোদীর টেলিফোন কথোপকথনে অনেকটা পরিষ্কার হয়েছে। জয়শঙ্করের ঢাকা সফর সম্পর্কে অবহিত করতে শুক্রবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেন মোদী। প্রধানমন্ত্রীর সঙ্গে কথোপকথনে তিনি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলের সাফল্যও কামনা করেছেন।
গত মাসের শেষদিকে সুজাতা সিংকে সরিয়ে জয়শঙ্করকে পররাষ্ট্রসচিব করে নরেন্দ্র মোদীর সরকার।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment