বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান অবরোধ ও ৭২ ঘন্টার দ্বিতীয় দিনে রাজধানীতে যাত্রীবাহী ৪টি বাসে আগুন দিয়েছে অজ্ঞতরা।
সোমবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ আগুন দেয়া হয়।
রাজধানীর মিরপুর বাঙলা কলেজের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়া হয়েছে।
রাত পৌনে ৮টার দিকে এ অগ্নিসংযোগ করা হয়।
রাজধানীর মিরপুর-১১ নম্বরে বিআরটিসির একটি দু’তলা বাসে আগুন দেয়া হয়েছে।
রাত ৮ টার দিকে অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রাজধানীর গুলশান-১ নম্বর ডেসকো অফিসের সামনে বিহঙ্গ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে (ঢাকা মেট্রো ব ১১-৭২১০) আগুন দেয়া হয়েছে।
সন্ধ্যা পৌনে ৮টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
যাত্রাবাড়ী এলাকায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে অজ্ঞতরা।
দুপুর পৌনে ১২টার দিকে দয়াগঞ্জ মোড়ে পেট্রল বোমা নিক্ষেপ করে রাজধানী পরিবহনের একটি বাসে এ আগুন দেয়া হয়। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।


No comments:
Post a Comment