শিক্ষার্থীদের জন্য ‘রবি শিক্ষার্থী সার্ভিস’ চালু !!!!! - SongbadProtidin24Online.com

songbad+cover

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

demo-image

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Wednesday, February 18, 2015

শিক্ষার্থীদের জন্য ‘রবি শিক্ষার্থী সার্ভিস’ চালু !!!!!

Responsive Ads Here

robi.3
বিদ্যালয়, মহাবিদ্যালয়, স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য নুতন আঙ্গিকে ‘রবি শিক্ষার্থী সার্ভিস’ নামে একটি ডিজিটাল ই-এডুকেশন প্লাটফরম চালু করেছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড।

এসএসসি, এইচএসসি, জেএসসি, পিএসসি’র পাশাপাশি সরকারী/পাবলিক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা প্রস্তুতির জন্য শিক্ষার্থীদের শব্দার্থ, ব্যকরণ, সাধারণ জ্ঞান, প্রয়োজনীয় পরামর্শ ও সময়সূচি জানানোর উদ্দেশে প্লাটফরমটি চালু করা হয়েছে। এছাড়া সেবাটির মাধ্যমে আইইএলটিএস (ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম)-এর মত ভাষা শিক্ষার ওপরও তথ্য প্রদান করা হবে।

আগের মত এসএমএস ও আইভিআরের (ইন্টারঅ্যাক্টিভ ভয়েস রেসপন্স) পাশাপাশি ওয়াপ ও ওয়েবের মাধ্যমে ‘রবি শিক্ষার্থী’ সেবাটি গ্রহণ করা যাবে। সেবাটি আরো আকর্ষণীয় করে তুলতে ডিজিটাল বুকমার্কের মত কয়েকটি নতুন ফিচার যোগ করা হয়েছে। এছাড়া গ্রাহকদের জন্য আরো সাশ্রয়ী মূল্যে নতুন আঙ্গিকে সাজানো হয়েছে ডিজিটাল ই-এডুকেশন সার্ভিসটি। 

সকল প্রি-পেইড ও পোস্ট পেইড গ্রাহকরা এই সেবা গ্রহণ করতে পারবেন। সেবাটির শর্ট কোড হচ্ছে ২২২৫৫ এবং ওয়াপ ও ওয়েবের মাধ্যমে  http://robishikkharthi.com সাইটটি ভিজিটের মাধ্যমে ই-এডুকেশন সার্ভিসটি গ্রহণ করতে পারবেন রবি গ্রাহকরা।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad