শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে পায়রা নদীর মোহনায় ট্রলারডুবির এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার তালতলী উপেজেলার বিভিন্ন এলাকা থেকে তলাভাঙা দরবার শরিফের মাহফিলে যোগ দেয়ার উদ্দেশ্যে প্রায় ২ শতাধিক যাত্রী নিয়ে রওনা হয় ট্রলারটি। পথিমধ্যে পায়রা নদীর মোহনায় নলবুনিয়ার চরের কাছে গেলে ট্রলারটি ডুবে যায়। এতে অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও অনেকেই নিখোঁজ রয়েছে।
সাঁতরে তীরে ওঠা যাত্রী খাইরুল ইসলাম সংবাদ প্রতিদিন২৪ অনলাইন ডটকমকে জানান, ট্রলারটিতে অতিরিক্ত যাত্রী ওঠানো হয়েছে। পায়রা নদীর মোহনায় তালতলীর নলবুলিয়া এলাকায় আসায় পরে মুসল্লিরা নড়াচড়া করতে থাকলে হঠাৎ একদিকে হেলে ট্রলারটি ডুবে যায়।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার সংবাদ প্রতিদিন২৪ অনলাইন ডটকমকে জানান, চলাভাঙা দরবার শরিফের মাহফিলে দেয়ার জন্য দুই শতাধিক যাত্রী নিয়ে রওয়ানা হয় ট্রলারটি। অতিরিক্ত যাত্রীর কারণে পায়রা নদীর মোহনায় নলবুনিয়ার চরের কাছে এসে ট্রলারটি ডুবে যায়। তবে বেশিরভাগ যাত্রী সাঁতরে উঠতে পারলেও এখনও ৪-৫ জন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে তিনি জানান।
পাথরঘাটা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. রাহাত সংবাদ প্রতিদিন২৪ অনলাইন ডটকমকে জানান, এখন পর্যন্ত ডুবে যাওয়া ট্রলারটির ৫ যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। ডুবে যাওয়া ট্রলারটি রশি দিয়ে বেঁধে তীরে নিয়ে আসা হয়েছে। তাদের তিনটি টিম উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment