রোববারের এসএসসি পরীক্ষা ২০ ফেব্রুয়ারি,শুক্রবার !!!!! - SongbadProtidin24Online.com

songbad+cover

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

demo-image

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Saturday, February 14, 2015

রোববারের এসএসসি পরীক্ষা ২০ ফেব্রুয়ারি,শুক্রবার !!!!!

Responsive Ads Here

s.s.c+exam.1
বিএনপির নেতৃত্বাধীন ২০দলীয় জোটের হরতালের কারণে এসএসসির ষষ্ঠ দিনের(১৫ ফেব্রুয়ারি-রোববার) আরও সাতটি বিষয়ের পরীক্ষা ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

শনিবার(১৪ ফেব্রুয়ারি’২০১৫) বিকেলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ হেয়ার রোডের বাসায় জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। 

রোববার(১৫ ফেব্রুয়ারি) থেকে ১৮ ফেব্রুয়ারি ভোর ছয়টা পর‌্যন্ত টানা ৭২ ঘণ্টার হরতাল ঘোষণার পর এসব পরীক্ষা পেছানো হলো।

১৫ ফেব্রুয়ারি আটটি সাধারণ বোর্ডে গণিত (আবশ্যিক), মাদ্রাসা বোর্ডে ইংরেজি (অনিয়মিত) ও ইংরেজি প্রথম পত্র, কারিগরি বোর্ডে এসএসসি ভোকেশনালে রসায়ন বিজ্ঞান-২ (১৯২৬, সৃজনশীল) ও রসায়ন বিজ্ঞান-২ (৮১২৬) এবং কারিগরি দাখিল ভোকেশনালে রসায়ন বিজ্ঞান-২ (১৭২৬, সৃজনশীল) ও রসায়ন বিজ্ঞান-২ (৮৫২৬, সৃজনশীল) বিষয়ের পরীক্ষা ছিল।

হরতালের কারণে এসএসসি ও সমমানে গত ২, ৪, ৮, ১০ ফেব্রুয়ারির পরীক্ষা পেছানো ছাড়াও ১২ ফেব্রুয়ারির পরীক্ষা স্থগিত রাখা হয়েছে।

এবার ২৭ হাজার ৮০৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন শিক্ষার্থী এবার মাধ্যমিক পর্যায়ের এই সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছে।

হরতালের কারণে সব মিলিয়ে ছয়দিনের ৪৪টি বিষয়ের পরীক্ষা বাধাগ্রস্ত হলো। এসব পরীক্ষা শুক্র ও শনিবার গ্রহণ করা হচ্ছে।

বিএনপি-জামায়াত জোটের হরতালে ২০১৩ সালে এসএসসির ৩৭টি বিষয় এবং এইচএসসির ৪১টি বিষয়ের পরীক্ষা পিছিয়ে যায়।

ওই বছরের জেএসসি-জেডিসির ১৭টি বিষয় এবং প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীর দুটি বিষয়ের পরীক্ষা হরতালের কারণে পিছিয়ে দেওয়া হয়।

গত বছরের শেষ দিকে অনুষ্ঠিত জেএসসি-জেডিসি এবং প্রাথমিক ও ইবতেদায়ী পরীক্ষাও বিএনপির হরতালের কবলে পড়ে। জেএসসি-জেডিসির চার দিনে নয়টি বিষয়ের পরীক্ষা পিছিয়ে যায়।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ। 

No comments:

Post a Comment

Post Top Ad