হাবিব ওয়াহিদের গায়কি, সুর ও সঙ্গীত শ্রোতারা বেশ পছন্দ করেন।এবার তার সঙ্গে নতুন চলচ্চিত্রের গানে কন্ঠ দিলেন পড়শী। ছবির নাম ‘আরো ভালোবাসবো তোমায়’। ৬ ফেব্রুয়ারি রাত ১১টায় হাবিব ওয়াহিদের স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়। গানটির কথা হচ্ছে ‘মনের দুয়ার খুলে দিলাম, হৃদয় ঘরে এসো’....।
পড়শি সংবাদ প্রতিদিন২৪ অনলাইন ডটকমকে বলেন, ‘হাবিব ভাইয়ের কথা কি আর বলবো। অনেকের সঙ্গে কাজ করা হলেও তার সঙ্গে কাজ করা হয়নি এতদিন। তাই মনে মনে আক্ষেপ ছিল। এবারই প্রথম হাবিব ভাইয়ের সঙ্গে কাজ করা হলো। তাও আবার দ্বৈত গানে। অনেকদিন ধরে কাজ করার জন্য অপেক্ষা করছিলাম, আর চেয়েছিলাম আমাদের শুরুটা ছবির গান দিয়ে হোক। তাই হলো, বেশ খুশি আমি।’
জানা গেছে, এস এ হক অলিকের নতুন ছবি ‘আরো ভালোবাসবো তোমায়’ ছবিতে থাকছে এ গানটি। ছবিটিতে অভিনয় করেছেন শাকিব খান, পরীমণি, চম্পাসহ আরও অনেকেই। ১০ ফেব্রুয়ারি বিএফডিসিতে ছবির মহরত অনুষ্ঠিত হবে।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।


No comments:
Post a Comment