বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গেও দেখা করতে পারেননি কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকী।
শুক্রবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে আসেন নাসরিন সিদ্দিকী। তবে অনুমতি না পাওয়ায় তিনি ভেতরে ঢুকতে পারেননি। এ সময় তার সঙ্গে ছিলেন কৃষক-শ্রমিক-জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকীসহ ১১ সদস্যের প্রতিনিধিদল।
নাসরিক সিদ্দিকী কার্যালয়ের সামনে এলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কার্যালয়ের সামনে রাখা রেজিস্টার খাতায় তার নাম এন্ট্রি করেন। এরপর সেখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর তাদের জানিয়ে দেওয়া হয়, ভেতরে ঢোকার অনুমতি নেই। রাত সোয়া ৮টার দিকে তারা সেখান থেকে বেরিয়ে যান।
নাসরিন সিদ্দিকী উপস্থিত সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে এসেছেন। সম্প্রতি তার (খালেদা জিয়ার) ছোট ছেলে মারা গেছেন। কিন্তু তারা আসতে পারেননি। এ ছাড়া দেশের সংকট নিরসনে গত ১৭ দিন ধরে অবস্থান কর্মসূচি করছেন কাদের সিদ্দিকী। এ বার্তা পৌঁছে দিতে তারা এখানে এসেছিলেন।
গত মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গণভবন গিয়েও বিফল হয়ে ফিরে আসতে হয় তাকে। এ সময় তার সঙ্গে ছিলেন যুব আন্দোলনের সভাপতি হাবিবুন নবী সোহেল।
গণভবনের কর্মকর্তারা নাসরিন সিদ্দিকীকে অভ্যর্থনা কক্ষে বসতে বলেন। কিন্তু তিনি বাইরে ১৮ মিনিট অপেক্ষা করে ফিরে যান।
গণভবন থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী একনেকের বৈঠকে যোগ দিতে বাসভবন থেকে বেরিয়ে গেছেন।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment