দেশের বাজারে ২৬ হাজার টাকায় ইন্টেল মিনি পিসি !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, February 2, 2015

দেশের বাজারে ২৬ হাজার টাকায় ইন্টেল মিনি পিসি !!!!!


দেশের বাজারে এবার বহনযোগ্য ‘ডেস্কটপ পিসি’ নিয়ে এলো কম্পিউটার সোর্স। মাত্র ৪ বর্গ ইঞ্চি আকারের এই  মিনি ডেস্কটপ পিসিটি মনিটর ছাড়াও টিভির সঙ্গে সংযুক্ত করে দিব্যি চালাতে পারবেন ব্যবহারকারীরা।

অফিস এবং ঘরোয়া কাজের বাইরে ‘ডিজিটাল সাইনেজ’ প্রদর্শনেও ব্যবহার করা যায় এই ‘ইন্টেল নাক পিসি’।

দীর্ঘ গবেষণার পর ভবিষ্যৎ প্রযুক্তি ধারণাকে সঙ্গী করে (নেক্সট ইউনিট অব কম্পিউটিং) চতুর্থ প্রজন্মের কোর আই থ্রি প্রসেসর সমন্বিত এই পিসিতে আছে ইন্টেল কোরআই থ্রি ১.৭ গিগাহার্জ প্রসেসর। আর চাইলে এতে ৮ জিবি পর্যন্ত ল্যাপটপ র‌্যাম এবং ৪টিবি পর্যন্ত ল্যাপটপ হার্ডডিস্ক ব্যবহার করা যায়।

পাশাপাশি ডেস্কটপটিতে রয়েছে ওয়াইফাই স্লট, ইন্টেল ওয়াইডাই, ২টি করে ইউএসবি-২ ও ৩ পোর্ট, মিনি এইচডিএমআই, ল্যানপোর্ট, এইচডি অডিও এবং লক সুবিধা।

এছাড়াও শক্তিশালী এই খুদে পিসির সঙ্গে থাকছে অরিজিনাল এন্টিভাইরাস সফটওয়্যার। এক বছরের বিক্রয়োত্তর সেবায় ইন্টেল ডি৩৪০১০ ডব্লিউওয়াইকে নাক পিসির দাম ২৬ হাজার টাকা।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here