নিজস্ব প্রতিবেদক,ময়মনসিংহ: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমালোচনা করে ধর্মমন্ত্রী আলহাজ অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন, ‘পরীক্ষার সময় এলেই তারা হরতাল দেয়। যে দলের নেত্রী ননমেট্রিক তিনি কি শিক্ষার মর্ম বুঝবেন?’
রোববার দুপুরে শহরের ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে সারাদেশে বিএনপি-জামায়াতের হরতাল অবরোধের নামে মানুষ পুড়িয়ে হত্যা, বোমাবাজি ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন তিনি।
এ সময় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটকে হরতাল অবরোধসহ পেট্রোল বোমা ছুঁড়ে মানুষ পুড়িয়ে হত্যা, বোমাবাজি ও নৈরাজ্যের পথ পরিহার করে শান্তির পথে আসার আহ্বান মন্ত্রী।
১৪ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে অধ্যক্ষ মতিউর রহমান বলেন, ‘আপনারা ২০ দলের অবরোধ হরতাল, বোমাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে সজাগ থাকবেন। যদি জোর করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে তাহলে তাদের চিরতরে মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হবে।’
ঘণ্টাব্যাপী মানববন্ধনে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান খান মিল্কিসহ ১৪ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।


No comments:
Post a Comment