শুক্রবার সকালে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে এর উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন এমপি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, শেখ জামাল ধানমন্ডি ক্লাবের প্রেসিডেন্ট মনজুর কাদের এবং দেশের প্রবীন ক্রীড়া সাংবাদিক মুহাম্মদ কামরুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দি ডেইলিস্পোর্টস২৪ ডটকমের উপদেষ্টা সম্পাদক সারওয়ার হোসেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন দি ডেইলিস্পোর্টস২৪ ডটকমের প্রধান উপদেষ্টা মো. লোকমান হেসেন ভুঁইয়া।
প্রধান অতিথি নাজমুল হাসান পাপন বলেন, ‘পাঠকের চাহিদা আগের চেয়ে অনেক বেড়ে গেছে। দেশের সীমানা ছাড়িয়ে পাঠক বিদেশের খবর জানতে চায়। তাদের চাহিদা পূরনে আধুনিক তথ্য প্রযুক্তির এই যুগে অনলাইন গুলো বেশ গুরুত্বপুর্ন ভূমিকা পালন করছে। আমার কাছে ভালো লাগছে বাংলাদেশে এই প্রথম খেলাধুলার উপর সম্পূর্ন আলাদা একটি অনলাইন নিউজ পোর্টাল-এর যাত্রা শুরু হলো। দি ডেইলি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে আসতে পেরে আনন্দিত এবং নিজেকে গর্বিত মনে করছি।’
বিসিবি প্রেসিডেন্ট আরো বলেন, ক্রীড়াঙ্গনে কার অবদান কতো বড় সেটাই বড় করে দেখা উচিত। স্বাধীন হওয়ার পর জাকারিয়া পিন্টু, প্রতাশ শঙ্কর হাজরা এ নামগুলো শুনতাম। এক সময় দেশ জুড়ে ছিলো ফুটবলের জনপ্রিয়তা। এখনো তা রয়েছে। সাম্প্রতিক সে দৃশ্য আমরা দেখতে পেরেছি। হরতাল অবরোধের মধ্যে বাধা ভাঙ্গ জোয়ারের মতো দর্শক উপস্থিতি মনে করিয়ে দিয়েছে খেলাধুলার প্রতি মানুষের কতোটা ভালোবাসা। যদিও ক্রিকেট খেলার দর্শক চাহিদা এখন অনেক খেলাকেই ছাড়িয়ে গেছে।’ কিন্তু অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দলের টানা পরাজয়ে হতাশা ব্যক্ত করেছেন পাপন,‘আয়ারল্যান্ডের কাছে হেরে যাওয়ার পর মনটাই খারাপ লাগছিলো। বের হবো কি হবো না বুঝতে পারছিলাম না। আমার বিশ্বাস এ ধকল তারা কাটিয়ে উঠবে।’
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা ‘দি ডেইলি স্পোর্টস’ নিউজ পোর্টালটিকে ক্রীড়াঙ্গনের জন্য ইতিবাচক দিক হিসাবে দেখছেন। তিনি বলেন, ‘এর মাধ্যমে একজন ক্রীড়া পাঠক খুব সহজেই দেশ বিদেশের খবর জানতে পারবে। তবে ক্রীড়া উন্নয়নের জন্য আমাদের উচিত হবে দেশীয় খেলাধুলাকে গুরুত্ব সহকারে উপস্থাপন করা।’ ক্রীড়াঙ্গনের উন্নতির জন্য সংগঠকদেরও তিনি নেতিবাচক দিক বাদ দিয়ে ইতিবাচক হিসাবে এগিয়ে আসার আহবান জানান।
শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি মনজুর কাদের বলেন, স্পোর্টস রিপোর্টারদের দ্বায়িত্ব অনেক বেশি। আমি মনে করি দেশের ক্রীড়া উন্নয়নে ক্রীড়া লেখকদের লেখা একটা বিশেষ অবদান রাখে। তাই আমি ‘দি ডেইলি স্পোর্টস২৪ ডটকম’ এর শুভ সূচনায় স্বাগত জানাই। তথ্য প্রযুক্তির এ সময় যখন দেশের প্রধানমন্ত্রী শেখ হাাসিনা স্বয়ং নিজেও তথ্য প্রযুক্তিকে বেশ গুরত্ব দিচ্ছেন ঠিক তখন এমন ধরনের একটি উদ্যোগ দেশের মানুষের কাছে পৌছে দেবে দেশ-বিদেশের তাৎক্ষনিক খবর।’
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment