অনলাইন সার্চে সবচেয়ে জনপ্রিয় সানি লিওন। তাই নিজের অনলাইন জনপ্রিয়তাকে কাজে লাগাচ্ছেন সিনেমার প্রচারে। সানি লিওনের আপকামিং এক পহেলি লীলা সিনেমার ফার্স্ট লুক প্রকাশ হয়েছিল কিছুদিন আগে। এবার টুইটারে নিজের সিনেমাটির এক্সক্লুসিভ ছবি পোস্ট করে প্রচার শুরু করে দিলেন সানি স্বয়ং। জানালেন, সালমান-ঐশ্বরিয়ার জনপ্রিয় ‘ডোলি তারা ঢোল বাজে’ গানে নাচছেন সানি।
টুইটারে সানি জানিয়েছেন, এক পহেলি লীলা সিনেমায় রাজকুমারীর চরিত্রে অভিনয় করছেন তিনি। এতে সালমান-ঐশ্বরিয়ার বিখ্যাত হাম দিল দে চুকে সানম সিনেমার জনপ্রিয় ‘ডোলি তারা ঢোল বাজে’ গানটির রিমেক ভারসনে নাচতে দেখা যাবে তাকে।
সম্প্রতি গানটির শুটিং শেষ হয়েছে। টুইটারে গানটির নাচের দৃশ্যের ছবি ছাড়াও বাইরের কিছু ছবিও পোস্ট করেছেন সানি। এমন একটি ছবিতে সানিকে দেখা গেছে, সিংহাসনের ওপর দেবীর মতো বসে পোজ দিতে।
জানা গেছে, প্রায় ৫০০ ড্যান্সারের সঙ্গে বিশাল সেটে পারফর্ম করেছেন সানি। সেটের তাপমাত্রা নাকি ছিল ৪৮ ডিগ্রি সেলসিয়াস। এ কথা শুনে সানির ভক্তদের মন্তব্য, হট সানি যেখানে পারফর্ম করছেন সেখানে তাপমাত্রা না বেড়ে যায় কোথায়!
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।


No comments:
Post a Comment