চলমান রাজনৈতিক সহিংসতা বন্ধে রাস্তায় নামার ঘোষণা দিয়েছে ব্যবসায়ীরা। আগামী রবিবার সারাদেশে ব্যাবসায়ীরা জাতীয় পতাকা নিয়ে রাস্তায় নেমে এর তীব্র প্রতিবাদ জানাবে। বেলা ১২টা থেকে ১৫মিনিটের জন্য বন্ধ করে দেয়া হবে সব ধরণের ব্যবসা বাণিজ্য। এরপরে সহিংসতা বন্ধ না হলে আরো কঠোর কর্মসূচি দেয়ার কথাও বলা হয়।
বৃহস্পতিবার দুপুরে এফবিসিসিআই আয়োজিত ব্যবসায়ী সংগঠনের নেতাদের এক মতবিনিময় সভায় রাজনৈতিক দলগুলোকে এ হুশিয়ারি করা হয়।
সভায় বাংলাদেশ লজেন্স ম্যানুফেকচার এসোসিয়েশনের সভাপতি আনিসুর রহমান বাদশাসহ বেশ কিছু ব্যবসায়ী নেতা বলেন, আমাদের টাকায় দেশ চলে, দেশের রাজনীতিবিদরা চলেন। তারা যদি এ ধরণের ধংস্বাত্বক কার্যক্রম চালান তবে ব্যবসায়ীরা আরো কঠোর হবে। প্রয়োজনে বন্ধ করে দেয়া হবে কর দেয়া।
ব্যবসায়ীরা বলেন, আমরা ব্যবসায়ীরা দল বুঝিনা। আমরা ব্যবসা বুঝি। এখন পর্যন্ত ৩১ দিনের হরতাল-অবরোধে আমাদের ৭০-৭৫ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। ব্যবসা-বাণিজ্যে এমন অবস্থা হয়েছে, আমরা কর্মচারীদের বেতন দিতে পারছি না, ব্যাংকের সুদ দিতে পারছি না। তাই যত দ্রুত সম্ভব আমরা চাই আপনারা রাজনীতিবিদরা কি করবেন করেন। কিন্তু আমরা ব্যবসায়ীরা, সাধারণ মানুষ যাতে কোনভাবেই এর বলি না হই সে জন্য যা করার করতে হবে।
এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ বলেন, আমরা ধ্বংস চাই না। আমরা সহযোগীতা চাই। এমন আইন করা হোক যাতে করে হরতাল অবরোধ বন্ধ হয়ে যায়। আর রোববার আমরা সব রাজনীতিবিদদের ১৫ মিনিটে এটা জানাতে চাই আমরা কতটা একত্রিত।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।


No comments:
Post a Comment