সময়ের পালাক্রমে সামাজিক যোগাযোগ মাধ্যমের সংখ্যা বাড়ছে। সাধারণত এসব সাইট দেশের বাইরের বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান তৈরি করে থাকে। বাংলাদেশে এমন উদ্যোগ কম, তবে এবার ফেইসবুক-টুইটারের মতো ‘মাইমিটবুক ডটকম’ নামের সাইট তৈরি হয়েছে দেশে।
এটি ফেইসবুকের মতোই ব্যবহার করা যাবে। এতে সোশ্যাল জায়ান্টের আদলে রয়েছে স্ট্যাটাস, লাইক ও মন্তব্যের সুবিধা।
শুধু তাই নয়, এর মাধ্যমে ফ্রেন্ডদের সাথে ছবি ও ভিডিও শেয়ারের পাশাপাশি সর্বোচ্চ বর্তমানে ৫০ মেগাবাইটের ফাইলও শেয়ার করা যাবে। যথারীতি পেইজ ও প্রোফাইল ভেরিফাইড সুবিধাও এতে জুড়ে দেয়া হয়েছে।
মাইমিটবুকে আরও আছে যেকোনো প্রতিষ্ঠানের পণ্য প্রচারণার ব্যবস্থা। আছে লাইভ চ্যাট ও ম্যাসেজ আদান-প্রদানের ব্যবস্থাও। বাংলা, ইংরেজি দুই ভাষাতেই ব্যবহার করা যাবে এটি।
মাইমিটবুক এর প্রতিষ্ঠাতা বলেন, প্রায় তিন বছর ধরে সাইটটি নিয়ে কাজ করে আসছি। মূলত আরও কিছু কাজের কারণে ধীরগতিতে কাজ শেষ হয়েছে।
রোববার (১৫ মার্চ) প্রতিষ্ঠাতা তার মাকে উৎসর্গ করে মাইমিটবুক উদ্বোধন করেন।
সাইটের লিঙ্কঃ http://mymeetbook.com/
বর্তমানে সাইটটি বেটা সংস্করণে প্রকাশিত। শিগগিরই আরও কিছু নতুন ফিচার যুক্তের আশা করছে ওমর ফারুক।
উল্লেখ্য, ‘অল ইন ওয়ান টুলবার’ নামে একটি টুলবারও তৈরি করেন তিনি যা ব্যবহারকারীদের কাছে বেশ জনপ্রিয়তাও পায়।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment