বাংলাদেশের ৪৪তম স্বাধীনতা দিবসে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের প্রচ্ছদ সেজেছে বাংলাদেশের লাল-সবুজ রংয়ে। বৃহস্পতিবার এই বিশেষ দিবসটি উদযাপনে বিশেষ একটি ডুডল প্রকাশ করেছে গুগল।
২৫ মার্চ রাত ১২টার পর থেকেই গুগল ডুডলকে সাজিয়ে দেয়ো হয়েছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে সম্মান দেখিয়ে। গুগল লিখতে ইংরেজিতে ৫টি অক্ষর। এর মধ্যে দুই পাশের দুটি করে ৪টি অক্ষর GO ও LE সাজানো হয়েছে নীল রঙয়ে। আর মাঝের O সাজানো হয়েছে লাল রঙয়ের একটি বৃত্তদিয়ে। যেখানে দেখা যাচ্ছে পানির জলচাপের ওপর একটি বাঘের মুখ। ক্যাপশনে লেখা, Bangladesh Independence Day.
গুগলের হোমপেজে গেলে (www.google.com.bd/webhp?hl=bn) আজ গুগলের এই ডুডলটি চোখে পড়বে।
এই ডুডলটির ওপর ক্লিক করলে গুগল সার্চ পেজে নিয়ে যাচ্ছে বাংলাদেশের স্বাধীনতা দিবস সম্পর্কিত সংবাদ ও আর্টিকেলের বিভিন্ন লিংকে।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment