রাজধানীর স্বামীবাগে পানি ভর্তি বালতিতে পড়ে শিশুর মৃত্যু !!!!! - SongbadProtidin24Online.com

songbad+cover

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

demo-image

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Saturday, March 21, 2015

রাজধানীর স্বামীবাগে পানি ভর্তি বালতিতে পড়ে শিশুর মৃত্যু !!!!!

Responsive Ads Here

Dhaka_map-1
রাজধানীর স্বামীবাগের একটি বাসার বাথরুমে পানি ভর্তি বালতিতে পড়ে তাহা নামে দেড় বছরের এক শিশু মারা গেছে।

শনিবার (২১ মার্চ) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

জানা যায়, তাহার বাবার নাম মো. মামুন সরকার। তাদের বাড়ি চাঁদপুর জেলার মতলব থানার নিশ্চিন্তপুর গ্রামে। বর্তমানে তারা স্বামীবাগ এলাকায় একটি অ্যাপার্টমেন্টের তৃতীয় তলায় ভাড়া থাকেন।

শিশুর মামা মো. আরিফ সংবাদ প্রতিদিন২৪ অনলাইন ডটকমকে  জানান, শনিবার দুপুরে তাহার মা সুবর্ণা কাজে ব্যস্ত ছিলেন। এ সময় হঠাৎ খেলতে-খেলতে হামাগুড়ি দিয়ে তাহা বাথরুমে চলে যায়। বাথরুমে পানি ভর্তি বালতিতে সে উল্টে পড়ে যায়।

এরপর ঘটনা টের পেয়ে দ্রুত শিশু তাহাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ২টায় মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন রিয়াজ মোর্শেদ সংবাদ প্রতিদিন২৪ অনলাইন ডটকমকে  বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটিকে জরুরি বিভাগে আনা হলে ইলেকট্রোকার্ডিওগ্রাম (ইসিজি) করা হয়। তবে তাকে বাঁচানো যায়নি।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad