দীর্ঘ যাত্রাপথে অথবা বাড়িতে অনেকেই অবসর সময় কাটানোর জন্য স্মার্টফোনে গান শোনাকেই বেছে নেন। আর গান শোনার জন্য স্মার্টফোনে ইনবিল্ট মিউজিক প্লেয়ারকে বেছে নেন। আবার অনেকেই ডাউনলোড করেন নানা মিউজিক প্লেয়ার অ্যাপ। জেনে নিন অ্যান্ড্রয়েড স্মার্টফোনের অন্যতম সেরা ৩টি মিউজিক প্লেয়ার অ্যাপ।
মিউজিক ম্যাচ: স্মার্টফোনে যারা গান শুনতে ভালোবাসেন তারা, মিউজিক ম্যাচ অ্যাপটি ডাউনেলোড করতে পারেন। দারুন সব ফিচারের পাশাপাশি এই মিউজিক প্লেয়ারটি গানের লিরিকও প্রদর্শন করে। ২০১৪ সালের শ্রেষ্ঠ অ্যাপের তালিকায় রয়েছে মিউজক ম্যাচ অ্যাপটি। ডাউনলোড করা যাবে http://goo.gl/Zt78iB ঠিকানা থেকে।
গুগল প্লে মিউজিক: টেক জায়ান্ট গুগলের এই অ্যাপটিতে অসাধারণ সব ফিচার রয়েছে। আকর্ষণীয় এই মিউজিক প্লেয়ারটি অ্যাপটি ডাউনলোড করা যাবে http://goo.gl/Sw8dWk ঠিকানা থেকে। এই মিউজিক প্লেয়ারটি বিশেষ বিশেষত্ব হল, উন্নত মানের সাউন্ড কোয়ালিটি।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment