জেলেপল্লীর বাসিন্দা মোশাররফ করিম, মারজুক রাসেল ও মৌসুমি হামিদ !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, March 21, 2015

জেলেপল্লীর বাসিন্দা মোশাররফ করিম, মারজুক রাসেল ও মৌসুমি হামিদ !!!!!


কাজলী নামের মেয়েটির জন্ম সাগর পাড়ের ছোট্ট একটি জেলেপল্লীতে। সাগরের নোনা জলে তার বেড়ে ওঠা, জীবন-যাপন; তবু সাগরের সঙ্গেই তার আজন্ম বৈরিতা। জেলেপল্লীর বাদশা ও হারু দুই বন্ধু সাগরে মাছ ধরে। দু’জনেরই জীবনের একমাত্র স্বপ্ন কাজলীকে নিয়ে ঘর বাঁধার।

কাজলীর দেয়া শর্ত অনুযায়ী মুহূর্তের সিদ্ধান্তে বংশপরম্পরায় আকড়ে থাকা জেলে পেশা ছেড়ে দিয়ে ভয়াবহ সংকটে পরে যায় বাদশা ও হারু। উপার্যনের পথ হারিয়ে রীতিমত বিপর্যয়ের মুখে পরে তারা। আর তখনি গল্পের ভেতর থেকে উঁকি দেয় সম্পূর্ণ ভিন্ন আরেকটি গল্প। - সাগর পাড়ের এমনই এক জেলেপল্লীভিত্তিক গল্প নিয়ে টেলিফিল্ম ‘ঢেউ’।

কুয়াকাটা ও ভান্ডারিয়ার তেলিখালিতে চিত্রায়িত এই টেলিফিল্মটির প্রসঙ্গে নির্মাতা মাহামুদুল হাসান টিপু বলেন, ‘অতি পরিচিত একটি গল্পকে আমরা ভিন্ন মাত্রায় উপস্থাপন করার চেষ্টা করেছি টেলিফিল্মটিতে। চেষ্টা করেছি হাসি ঠাট্টার মধ্য দিয়ে গল্পের কাঠামোয় সমাজের কিছু ভয়াবহ ক্ষত তুলে ধরতে।’

নির্মাতা মাহামুদুল হাসান টিপুর গল্প অবলম্বনে টেলিফিল্ম ‘ঢেউ’ এর চিত্রনাট্য করেছেন যৌথভাবে মাহামুদুল হাসান টিপু ও মুহাম্মদ আবু রাজীন। প্রযোজনা করেছেন মিরাজুল ইসলাম। চিত্রগ্রহণে ছিলেন দানিয়েল ড্যানি।

এই টেলিফিল্মের মাধ্যমে দীর্ঘদিন পর একসঙ্গে ফ্রেমবন্দী হয়েছেন মোশাররফ করিম ও মারজুক রাসেল। তাদের অভিনীত চরিত্রের নাম যথাক্রমে বাদশা ও হারু। কাজলী চরিত্রটিকে রুপদান করেছেন মৌসুমি হামিদ। এ ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- এ কে আযাদ সেতু, সুকান্ত মুখার্জী বাবু, রেবা ঘোষ, মিন্টু কর, তন্ময় সাহা, সিরাজুম মুনির টিটু সহ প্রমুখ।

পবিত্র ঈদু-উল-ফিতরে টেলিফিল্মটি কোনো একটি বেসরকারী টেলিভিশন চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here