নিজস্ব প্রতিবেদক,ঈশ্বরদী (পাবনা): ভূমিকম্পের সময় পাবনার ঈশ্বরদী ইপিজেডের জাপানি শিল্প প্রতিষ্ঠান নাকানো ইন্টারন্যাশনাল ও চীনা প্রতিষ্ঠান এমজিএল লিমিটেডের দুই ভবনে ফাটল দেখা দিয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) বেলা সোয়া ১২টায় ভূমিকম্পে এ দুই ভবনে ফাটল দেখা দেয়।
এ সময় ভবনে কর্মরত শ্রমিকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। হুড়োহুড়ি করে নিচে নামতে গিয়ে আহত হয় দুই প্রতিষ্ঠানের প্রায় দেড় শতাধিক শ্রমিক।
আহতদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইপিজেড হাসপাতাল ও ভেড়ামারা হাসপাতালে ভর্তি করা হয়।
ঈশ্বরদী ইপিজেডের জিএম মো. রুহুল আমিন সংবাদ প্রতিদিন২৪ অনলাইন ডটকমকে জানান, নাকানো ইন্টারন্যাশনালের ভবনে ফাটল আতঙ্কে অসুস্থ শ্রমিকদের চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে, ভূমিকম্পে উপজেলার এস এম স্কুল অ্যান্ড কলেজসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে ফাটল দেখা দেয়। এতে তাৎক্ষণিকভাবে স্কুল কর্তৃপক্ষ এসব প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করে।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment